DESHERPATRO

Tuesday, August 6, 2013

জেহাদ মানে কি এর অর্থ কি?

জেহাদ মানে কি এর অর্থ কি?

এর অর্থ যদি না জানেন তাইলে খালি খুনাখুনি মারামারি ,গুলাগুলি,
বোমাবাজি মনে হবে। কিন্তু রাসুলুল্লাহ (দ) কে আল্লাহ এই
শিক্ষা দেইনি।
জেহাদ পবিত্র ভাই।
যারা জেহাদ এর নাম কইরা সন্ত্রাসী করে তারা জেহাদ এর
আসলে মানে জানেনা।
জেহাদ - অর্থ প্রচেষ্টা ,সবাতক প্রচেষ্টা, জান-মাল
দিয়া প্রচেষ্টা দীন প্রতিষ্ঠার জন্য।(মানে Struggle way of Allah) এক
কথায় সংগ্রাম।(হুজুরাত 15)
মানুষ কে বুঝিয়ে, বক্তিতা দিয়ে, লিখে, লিপলেটে,
বতমানে ইন্টারনেটে জানিয়ে তওহীদের পথে খেলাফত প্রতিষ্ঠার জন্য
আহবান ই হলো জেহাদ, জেহাদ দলগত, ব্যক্তিগত।
এরপরে--------
মানুষ যদি এক এমামের/ আমিরের /নেতার হুকুমের আনুগত্য
করে তাইলে জেহাদের চুড়ান্ত সেইটা কিতাল(কুতিবা আলাইকুমুল
কিতাল- বাকারা 216)
কারন মানুষের সাপোর্ট এক এমামের। নেতা একজন তখন হাজার
ফতোয়া হাজার নেতা খেতা চাপা পরে যাবে।
কারন রাষ্ট্র ছাড়া যেই অস্ত্র ধরে ব্যক্তিগত ভাবে কিতাল করবে সেই
অন্যায় করবে।
আর মনে করবেন না যে জেহাদ যুদ্ধ, এগুলো কিসের জন্য রাসুল (দ) করেছে?
দেখুন কিসের জন্য (নেসা 74-75)
আর যদি না করেন তাইলে রসমালাই পাবেন ইহ ও পরকালে (তাওবা 33-39)
এসলামে জেহাদ, কিতাল তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় অন্যায় অবিচার
করে থাকে।
জেহাদ কেতাল হলো আদর্শ বিস্তারের জন্য অন্যায় অবিচার বন্ধ
করে শান্তি প্রতিষ্ঠার জন্য তাও আপোষহীনভাবে মানুষতন্ত্রের সাথে।
এই হলো আসল কথা কেউ যদি অন্যপথ ধরে ভাই সেটা অপরাধ। মানুষ
যদি একত্র না হয়ে কলেমায় চুক্তিবদ্ধ না হয় তারা জিবনেও
শান্তি প্রতিষ্ঠা করতে পারবেনা।যেমন পারেনাই আফগানে।
আজকের মোসলেম তারা কলেমা বিশাস করে কিন্তু চুক্তিবদ্ধ
হয়ে জেহাদ করতে রাজি না।
আবার তবলিগ মনে করবেন না। তারা খালি দাওয়াত দেয় লেকিন
খেলাফত প্রতিষ্ঠার দরকার তাদের নাই।

No comments:

Post a Comment