DESHERPATRO

Thursday, August 22, 2013

কলেমা থেকে মোসলেম জাতি আজ বাহিরে।

কলেমা থেকে মোসলেম জাতি আজ বাহিরে।

بسم الله ار حمن ار حيم

لا ا له ا لا ا لله محمدر سو ل ا لله

*দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে **

(لا ا له ا لا ا لله)
**লা এলাহা এল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ **
অর্থাৎ আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই/বিধানদাতা নেই।(There is none to be obeyed other than Allah And Muhammad (S)messenger of Allah .

note:-(জীবনের প্রতি ক্ষেত্রে যিনি বিধান দিবেন তিনিই হলো এলাহ ( ا له)(ELAH। সেটা ব্যক্তিগত এবাদত হতে জাতীয় জীবন পযন্ত যার বিধানে চলবে তিনিই এলাহ।( ا له)( Elah)এলাহ সেই সত্তা যার হুকুম শুনতে হবে।

محمدر سو ل ا لله
এবং  মুহাম্মদ (দ) আল্লাহর প্রেরিত রাসুল।

note:-রাসুলের (দ)দায়িত্ব ছিলো এই হুকুমটাকে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার করা।(এই কথা আল্লাহ তার কোরানে তিনটি আয়াতে আমাদের বলে দিলেন "তাওবা 33;ফাতাহ 28;সফ 9)
এটা প্রতিষ্টিত করলে সবাই শান্তি তে (এসলামে) বাস করবে। এখানে জোড় নাই ব্যক্তি যে যার ধর্ম পালন করুক সেটা তার ব্যাপার, (বাকারা 256)।
স্রষ্টার বিধান প্রতিষ্টিত হলে যে শান্তি আসবে সেটা দেখে দলে দলে এসলামে প্রবেশ করবে।(সুরা নছর)
এটা এসলামের সণযুগেও অনেক হইছে। তাই আজ এতো মোসলেম সংখ্যাগরিষ্ঠতা য় উন্নত।

যাহোক এই হলো কলেমার অংগীকার। আল্লাহর দাবী এটাই আমার হুকুম বিধান মেনে চলো নইলে অশান্তিতে থাকবে। (বতমান সিস্টেম তাই বোলে, শুধু স্রষ্টার বিধান(সিস্টেম)  বাদ দেওয়ার ফলেই মানুষ আজ দুনিয়াময় চরম অশান্তিতে ভোগতেছে।)

তারা কারন বোঝেনা। কারন হলো আল্লাহর কলেমা হতে পুরা মোসলেম জাতিটাই বাহিরে চলে গেছে। এরা মুখে শুধু  বলে  لا ا له ا لا ا لله محمدر سو ل ا لله
(লা এলাহা এল্লাল্লাহ)  লেকিন ব্যক্তিগত কিছু বিকত ভাবে বিভিন্ন রুপে আল্লাহ কে ডাকলেও জাতীয় জীবনে বতমানে সমগ্র মোসলেম জাতী আল্লাহ বাদ দিয়ে দাজ্জালের (ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা র)  আইন মানে /বিধান মানে (এলাহ দুইটা হয়ে গেলো, যাহা মহা শেরক) ।তাই আল্লাহ বলে দিলেন "যারাই আল্লাহর বিধান দিয়ে বিচার করবেনা তারাই কাফের (মায়েদা 44;45;47)

আজকের জাতিকে আল্লাহ কেন সাহায্য কোরবে?

এই জাতি যতদিন দাজ্জালের সিস্টেম না পাল্টিয়ে মহান প্রভুর সিস্টেম (Quranic law System)  না নিবে ততদিন এই জাতি মার খেতে খেতে শেষ হয়ে যাবে।
(Example :-বর্তমান সময়)

তাই এ জাতীর কলেমায়( لا ا له ا لا ا لله محمدر سو ل ا لله
  ঐক্য বদ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নাই।

হেযবুত তওহীদ এই ডাকই মানুষকে দিয়ে যাচ্ছে।
আসুন আমরা তওহীদে যোগ দেই।বতমানের সিস্টেম টা পাল্টাই।
ইয়া আল্লাহ আমাদের তওফীক দাও ।(আমিন)

No comments:

Post a Comment