DESHERPATRO

Monday, July 29, 2013

কারা সত্যের বানী কেতাবে লুকিয়ে রেখেছে?

কারা সত্যের বানী কেতাবে লুকিয়ে রেখেছে?

আল্লাহর রসুল (স) আল্লাহর কাছ থেকে যা আমাদের দিয়ে গিয়েছিল
সেগুলো মসজিদে কেতাবে লুকিয়ে গোপন করে মহা মোসলেম
হয়ে ঘোরপাক খাচ্ছি।যা গোপন করা মহা আযাবে পরিনত
হওয়া (বাকারা 174)
তারপর নিলো মানুষের বানানো আইন, যাহা নিলে ব্যক্তি থেকে রাষ্ট্র
পর্যন্ত শেরক, এই মহা মোসলেম রা মহা আনন্দে আজ সোওয়াব কামাই
করতেছে গুনে গুনে খেলাফত প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে।যে জন্য
রাসুলুল্লাহ (স) এসেছিলেন।(ফাতাহ 28)
তাইলে বুঝুন এদের অবস্থা কি? আপনি বলেছেন ঠিক ই যে এদের দোষ,
সত্যি কথাই বলেছেন। এরা যদি চেষ্টা করে খেলাফত প্রতিষ্ঠা য়
এনশা'আল্লাহ আবার সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্টিত হবে।
কথায় আছেনা? গাধায় পানি খায় গোলা কইরা, এরা খাবে যখন
নাকি এদের পিঠ দেয়ালে ঠেকে যায়। বতমানে এদের পিঠ ঠেকে গেছে।
জেহাদ ছাড়া উপায় কি?
অবশেষে আল্লাহর নীতিই গ্রহনযোগ্য, এতে মানুষ যতই তন্তমন্ত্র বানাক
না কেন উহা অনাকাঙ্ক্ষিত শান্তি দিতে পারবেনা।
এসলাম লাগবেই লাগবে।(খেলাফত)

হেযবুত তওহীদ, সিকদার----

No comments:

Post a Comment