রংপুরে ভণ্ডপীরের নবী
দাবি নিয়ে তোলপাড়
==========
রংপুরের মাহিগঞ্জের বড় হাজরায় শাহান শাহ কবিরিয়া দরবার
শরিফের পীর ফিরোজ কবীর কর্তৃক নিজেকে নবী-রাসুল দাবি, তার
নামে কালেমা পড়াতে বাধ্য করা, মৃত্যুর তারিখ ঘোষণাসহ কোরআন
শরিফের বিকৃত অর্থ উপস্থাপনা এবং অর্থ ও নারী কেলেঙ্কারির
ঘটনায় ভক্ত ও নগরবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় চলছে।
এ ঘটনার তদন্ত ও তাকে গ্রেফতার দাবি করে বিভাগীয় কমিশনার,
ডিআইজি, র্যা ব, ডিসি ও এসপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন
দরবার শরিফের ভক্তদের পক্ষে সভাপতি ও সেক্রেটারি। এ ঘটনায়
সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বিভাগীয় কমিশনার, ডিআইজি, র্যা ব, ডিসি ও এসপির কাছে লিখিত
অভিযোগে শাহানশাহ কবিরিয়া দরবার শরিফের সভাপতি হাফিজুল
ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদদক জিয়াউল হায়দার খান টিপু ও সদস্য
সাদেকুল আলম স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ১
মে তিনি রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের ৯৬ নম্বর
বাসা ভাড়া নিয়ে শাহান শাহ কিবরিয়া দরবার শরিফের কার্যক্রম
শুরু করেন। সেখানে আসা-যাওয়া শুরু হয় বিভিন্ন ধরনের লোকজনের।
এক পর্যায়ে তার বাহিনী দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা তার ভক্ত
হয়ে দরবারে আসা-যাওয়া শুরু করি এবং তার শীষ্যত্ব গ্রহণ করি।
http://www.natunbarta.com/outside-
dhaka/2013/07/27/37307/0cca9295a90557736a3e890f79633c25
হেযবুত তওহীদ, সিকদার----
No comments:
Post a Comment