DESHERPATRO

Monday, July 29, 2013

কারও ফাসি কারও ভাতা বললে কালেমার কথা।

কারও ফাসি কারও ভাতা বললে কালেমার কথা।

ফাঁসির আগের রাতে সায়্যিদ কুতুব (রহ.) কে কালিমা পড়ানোর জন্য
জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম
এসে আল্লামা সায়্যিদ কুতুব রহ. কে কালিমার তালকিন দেয়ার
চেষ্টা করতে লাগলেন। তাকে দেখে সায়্যিদ কুতুব জিজ্ঞাসা করলেন
আপনি কি জন্য এখানে এসেছেন?
ইমাম বললেন, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি।
মৃত্যুদন্ড কার্যকর করার আগে আসামীকে কালিমা পড়ানো আমার
দায়িত্ব।
সায়্যিদ কুতুব বললেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে?
ইমাম বললেন, সরকার দিয়েছে।
সায়্যিদ কুতুব বললেন, এর বিনিময়ে কি আপনি বেতন পান? ইমাম
বললেন, হ্যাঁ আমি সরকার থেকে বেতন-ভাতা পাই।
তখন সায়্যিদ কুতুব রহ. সেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন,
আপনি কি জানেন কি কারণে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে?
ইমাম বললেন, না বেশি কিছু জানি না। সায়্যিদ কুতুব বললেন,
আপনি আমাকে যেই কালিমা পড়াতে এসেছেন, সেই কালিমার
ব্যখ্যা লেখার কারণেই তো আমাকে ফাঁসি দেয়া হচ্ছে। কি আশ্চর্য!
যেই কালিমা পড়ানোর কারণে আপনি বেতন- ভাতা পান সেই
কালিমার ব্যখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধেই আমাকেই
ফাসি দেয়া হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে, আপনার কালিমার বুঝ আর
আমার কালিমার বুঝ এক নয়। আপনার কোন প্রয়োজন নেই।"

হেযবুত তওহীদ, সিকদার ---

No comments:

Post a Comment