সৌদি আরবের একটি অফিসিয়াল ওয়েব
সাইটে থেকে পাওয়া তথ্যে দেখলাম
কা’বা শরীফকে কেন্দ্র করে বর্তমানে যে উন্নয়ন কাজ
চলছে তাতে তাদের বাজেট
শাতশত কোটি সৌদী রিয়াল। এটি শুধু মাত্র কা’বার চতুর্প্বাশের
সংস্কারের ব্যায়।
২০২০ সালের মধ্যে সেই সংস্কারসহ আশে পাশে যে পরিমান পরিবর্তন
সাধিত হবে
তার চিত্র/মডেল এটি।
এই যে আমাদের কাবা সুন্দর করার কাজ করছে এটা অত্যন্ত ভাল কাজ।কিন্তু একে রক্ষা বা ধরে রাখার মত যে খেলাফত এইটা আজ জাতি ভুলে তারা কেউ রাজতন্ত্র, কেউ গনতন্ত্র, কেউ একনায়ক তন্ত্র, ইত্যাদি দাজ্জালীও নীতিকে মেনে নিয়েছে, তাইলে যেভাবে আমাদের পুব কাবা বায়তুল মোকাদ্দাস নিয়া গেলো ,কাবাও যদি চায় তাও ইহুদী-খ্রিস্টান নিতে পারবে তাও জাতির বাধা দেওয়ার ক্ষমতা থাকবেনা।কারন আজ মোসলেম জাতি হাজার মতবাদে বিভক্ত, ঐক্য নাই, আর ঐক হীন জাতি নিথর।
তারপরেও এই নামদারী আকিদাবিহীন জাতি ওই কাবার দিকে ঘোরেই এবাদত করবে। সাধারণ জ্ঞানটুকুও এই জাতি আজ হারিয়ে ফেলেছে। জাতিকে পাগল বলা চলে।
No comments:
Post a Comment