প্রায় সবক্ষেত্রে আজকের এই অবস্থার জন্য দায়ী----
বলেন পুরো রাষ্ট্র ব্যবস্থা সমাজ নয়।এই রাষ্ট্র ব্যবস্থাটা কাদের বানানো? এটা পাশ্চাত্যের, পাশ্চাত্যের অনুকরনকারী দের, অর্থাৎ দাজ্জালে/ ইহুদী-খ্রিস্টান এর বানানো।
সমাজ হাজার ভাল হলেও ভাই
অন্যায় মানুষ করেই চলবে যদি রাষ্ট্রে বিধান না থাকে,কারন নীতি যে পাশ্চাত্যের অনুকরনে মহা পাচাটা পাশ্চাত্যবাদী বস্তুবাদী হয়ে গেছে।
এই অন্যায় থেকে মুক্তির জন্য-
তাইতো এতো নবী রাসুল আল্লাহ পাঠালেন সমাজ প্রতিষ্ঠার জন্য নয় শুধু
অই সমাজ কিভাবে চলবে সেইটাও।
সমস্ত ক্ষেত্রে আল্লাহ বিধান পরিপূর্ণ ভাবে দিয়ে দিয়েছেন।
তাই ধরুন দুইটি দিক - দষন আর হেজাব ।
হেজাব আপনি ব্যক্তি সমাজবদ্ধ ভাবে করলেও মেয়েরা ধর্ষিতা হবেন
কারন অই সমাজে সেই আল্লাহর বিধানই নাই। যেখানে আল্লাহর
বিধানই নাই সেখানে তারা অপকর্ম এর জন্য মুক্ত। তাই এমাম সাবও
মসজিদে থাকার ঘরে নিয়েও ধষন করতে পারে।(সুত্র:- দাগনভুইয়া,
চুন্দারপুর জামে মসজিদ,ফেনী/ইমাম মোহাম্মদ মোস্তফা)
রাষ্ট্রে ই সেই মহান আল্লাহর বিধান ধর্ষণ এর শাস্তি নাই।
তাইলে সমাজে তো প্রশ্নই আসেনা। যদিও কেউ করতে যায় তাও আবার
বতমান সিস্টেমে সে বা তারা অপরাধী।
যা হোক সিস্টেমটাই পাল্টিয়ে মহান আল্লাহর বিধান সর্বোপরি গ্রহন
করতে হইবে।(আমিন)
হেযবুত তাওহীদ, সিকদার----
No comments:
Post a Comment