DESHERPATRO

Sunday, July 28, 2013

সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ সম্ভব নয়।

1)এসলাম
2)রাজতন্ত্র
3)সমাজতন্ত্র
4)গনতন্ত্র
5)একনায়কতন্ত্র

এই বিন্যাসই এ কথা পরিষ্কার কোরে দিচ্ছে যে সার্বভৌমত্বের
প্রশ্নে কোন আপোস সম্ভব নয়। ছক এর যে কোন একটাকে গ্রহণ
কোরতে হবে। আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে অন্য
যে কোনটি স্বীকার, গ্রহণ কোরে নিলে সে আর মোসলেম বা মো’মেন
থাকতে পারে না। কোন লোক যদি ব্যক্তিগত জীবনে আল্লাহ
বিশ্বাসী এবং জাতীয় জীবনের ওপরের যে কোনটায় বিশ্বাসী হয়
তবে সে মোশরেক। আর উভয় জীবনেই কোন লোক যদি আল্লাহর
সার্বভৌমত্ব বাদে ঐগুলির যে কোনটায় বিশ্বাস করে তবে সে কাফের।
তাই এই মোসলেম দাবিদার জনসংখ্যাটি তাদের জাতীয় জীবনে কেউ
সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ একনায়কতন্ত্র ইত্যাদি তন্ত্র-মন্ত্র
মেনে চোলছে অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে ঐ সমস্ত
তন্ত্রমন্ত্রের সার্বভৌমত্ব মানছে, এভাবে তারাও কার্যত: মোশরেক ও
কাফেরে পরিণত হোয়েছে। কাজেই এই জাতির পরিণতি দুনিয়াময় এই
লাঞ্ছনা, অপমান, গোলামী আর পরকালে তাদের জন্য
অপেক্ষা কোরছে ভয়াবহ জাহান্নাম।

হ্যা এইবার উত্তম মাধ্যম হইলো।।।। তবুও কি বুঝবেনা কানা জাতি ?

মোরা গোমরাহী জাতী
ধরি মাছ না ছুই পানি

আমি জগত কানা কিছু না দেখি
উটপাখির মত বালির নিচে মাথা গোজাইয়া থাকি।

তবুও গোজামিলে আমলে করি যাই
জাহান্নামে যাবো আমি, তবুও আয়াত বেচে খাই।

উদ্দেশ্য নাই আমার কিছুতে মানুষের আইন মানি
মানুষের টা বাদ দিলে মরন আছে তাহা আমি জানি

আল্লাহ কে এনেছি জিকিরে এটাই খুব এসলমী
রাষ্ট্রে কি চলে না চলে উহা দুনিয়াবী

তাই বুঝি রাসুল(দ)আর আসহাব(রা)করিলো দুনিয়াদারী
বতমানে নামদারী মহা আহম্মকি করে যেন এসলামী।

রাসুলুল্লাহ বুঝেনি যেন বুঝে নামদারী বেশি
100 বার সুবাহানাল্লাহ পড়েই এরা মহা খুশি।

চারদিকে হাহাকার জলছে অনল দাজ্জালের দাবানলে
সুন্নাহ আছে দাড়ি-টুপি পার পাবো মোরা পরকালে।

কি আহম্মকি মোরা আকিদা নেই
তাই বুঝি আজ মোদের উপড়ে দিয়ে যাচ্ছে মই।

এসো তুমি খুলো চোখ আমরা তোমারী প্রতীক্ষায় আছি
মোরা হেযবুত দাজ্জাল বিনাশে মোরা চলছি।

জীবন এতো জীবন নয়
এ তো ক্ষয় হইবার জন্যই

তবুও কেন তুমি অসাড় তবুও কেন নিষাড়
জাগো তুমি তরুন ভুমি আল্লাহর

দাজ্জাল খাবেনা চুষে নাই তার অধিকার
করিবো জীবন ক্ষয় ক্ষমতা বিধাতার।

আমি হেযবুত এর সিকদার-----

No comments:

Post a Comment