১৮ শিশুকে ধর্ষণের অভিযোগে ৫ বার মৃত্যুদন্ড
১৮ শিশুকে কুয়েতে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের
দেয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। কুয়েতের একটি আদালত
মিসরীয় নাগরিক হাযযাজ সাদিকে ১৭ শিশু অপহরণ ও ধর্ষণের
অভিযোগে বিভিন্ন মামলায় পৃথকভাবে ৫ বার মৃত্যুদণ্ডের রায়
দিয়েছিল। ওই ছেলে ও মেয়ে শিশুদের বয়স ১০ বছরের নিচে।
আমাদের দেশে এমন আইন হওয়া উচিৎ ?? আপনেরা কি বলেন ??
হেযবুত তওহীদ, সিকদার-----
No comments:
Post a Comment