DESHERPATRO

Tuesday, April 25, 2017

মজলুমের মুক্তি

মজলুমের মুক্তি

মিঠুন রাজ এর কবিতা

যেদিন শুনবোনা মজলুমের আহাজারি
আর কোন মানুষের ক্রন্দন,
সেদিন থেকে থাকব সুখে
শান্ত হবে আমাদের অশান্ত মন।

যেদিন মরবেনা কোন নিরীহ মানুষ
বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে,
সেদিন থেকে ব্যস্ত হবো
আপন স্ত্রী-সন্তান সংসারাদি লয়ে।

যেদিন হবে না কোথাও কোন ধর্ষণ
কারো স্ত্রী কারো মেয়ে কারো অত্যন্ত-
আদরে গড়ে তোলা ছোটবোন
সেদিন আনন্দে মাতবে আমাদের মন।

যেদিন থাকবেনা মানুষে মানুষে ভেদাভেদ
হয়ে যাবে সবাই সবার জন্য,
সেদিন সমস্বরে বলবো সবাই
আমাদের জীবন আজ হলো ধন্য।।

No comments:

Post a Comment