DESHERPATRO

Saturday, April 22, 2017

ভজনালয়ে প্রভু নাই

ভজনালয়ে প্রভু নাই

মিঠুন রাজ এর কবিতা

মন্দিরে মসজিদে কত অর্থের ছড়াছড়ি
ওহে বিত্তশালী ঈমানদার মহা পুণ্যকারী
চক্ষু খুলিয়া দেখো কত আদম সন্তান
মাথার উপরে নাই কোন ছাউনি
আছে বিশাল এক উন্মুক্ত আসমান;
ওরা না পায় খানা না পায় পানি।

জান্নাত-স্বর্গ পাইবার অভিলাষে
মোল্লা পুরুতের পকেট ভরিছো
জড়ের মুখে -ভোগ ঠেলিছো,
করিছো না বুঝিয়াই তা মহা উল্লাসে
বুঝিলেনা তুমি স্বর্গতুল্য সুখ আছে,
যদি নিপীড়িত মানুষগুলো হাসে।

তোমার প্রভু কোথায় বলিয়াছে
তাহার উপাসনা করিতে হইবে চাকচিক্য ঘরে?
দিবারাত্রি তসবিহ জপে টিপে জপমালা
পাবেনা উনার কৃপা যদি কেহ,
না খেয়ে কাটি কাটি হয়ে দেহ,
মিটাতে না পারে এতো প্রাচুর্যের ভীরে
ওই হতদরিদ্রের ক্ষুধার জ্বালা,
মরে যদি মানুষ খাদ্য বিনা ধুকে অনাহারে।।

No comments:

Post a Comment