DESHERPATRO

Saturday, January 28, 2017

সুন্নাতি লেবাস - প্রিন্স সাকিল খান


সুন্নাতি লেবাস - প্রিন্স সাকিল খান

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি......
.
বিষয় টা নিয়ে লিখার কোন ইচ্ছে ছিল না তবু লিখতে বাধ্য হচ্ছি।
বর্তমানে কিছু সমালোচক Kamrul Hasan Kajal  ও Md Salman ভাইএমন ভাবে আমার সমালোচনা করছে তা বলে বুজানোর মত না।
তাদের প্রধান সমালোচনা করার টপিক হল সুন্নতি পোশাক নিয়ে।
বর্তমানে আমি যে প্রশ্নটার বেশি সম্মুখীন হই সেটা হলো
কি বেপার ইসলাম প্রচার করেন তো ঠিকি কিন্তু সুন্নতি কোন পোশাক তো গায়ে নেই।
পান্জাবি পায়জামা টুপি পরেন নাই কেন???
সুন্নতের খবর নাই আবার বড় বড় কথা বলেন হেন ত্যান........📴📴📴
.
সেই সব সমালোচনাকারিদের মুখে কুলুপ এটে দেবার জন্যই আমার এই লেখা......
.
.
.
বিস্তারিত আলোচনা করার আগে আসুন জেনে নেই
.
পোশাক কি❔❔❔

পোশাক বলতে আমরা সাধারনত যা বুজি যেটা যা আমাদের লজ্জাস্হান ঢেকে রাখে বা পোশাক বলতে শরীরের বিভিন্ন অংশের কৃত্রিম আচ্ছাদনকে বোঝায়।
আবহাওয়ার বৈরিতা থেকে রক্ষা পেতে, এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণে বিভিন্ন ধরণের পোশাকের ভিন্নতা দেখা যায়...
.
এবার আসুন দেখি সুন্নাহ/সুন্নত বলতে কি বুজায়....
.
সুন্নাহ শব্দটা ব্যপক অর্থ বহন করে।
সুন্নাহ মানে নিয়ম/রীতি/প্রথা /ঐতিহ্য ইত্যাদি।
কোরআনে আল্লাহর সুন্নত বলতে আল্লাহর নিয়ম কে বুজিয়েছেন।
(১৭:৭৭)
আবার
সুন্নাহ হল নবী মুহাম্মদ (সাঃ) কর্তৃক নির্দেশিত জীবনব্যবস্হা।
মুহাম্মদ (সাঃ) এর জীবন হল সর্বোত্তম আদর্শ তাদের নিজস্ব জীবনে অনুসরণ করার জন্য।
(৩৩:২১)
.
এবার আসুন দেখি কোরআনে কি সুন্নতি পোশাকের বেপারের কিছু বলা আছে কিনা❗❗❗
পবিএ কোরআন খুজলো মাএ একটা আয়াত ও পাবেন না যেখানে বলা আছে যে সুন্নতি পোশাক।
.
বরং কোরআনে #লিবাসুতাকওয়া (পরহেযগারির পোশাক) কথাটা বলা আছে।
.
আল্লাহ পবিএ কোরআনের ৭ নং সুরার ২৬ নং আয়াতে এই বেপারে বলেছেন..
.
হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

আল্লাহ অপর আয়াতে বলেছেন...
তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা(সুন্দর পোশাক)পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না(৭:৩১)
.এই দুই আয়াত ভাল করে লক্ষ করলে দেখবেন যে আল্লাহ এই সব আয়াতে কিন্তু কোথাও সুন্নতি পোশাকের কথা বলেন নি বলেছেন সুন্দর পোশাকের কথা।
সুন্দর পোশাক সেটা যে কোন রকম হতে পারে তবে খেয়াল রাখতে হবে তাতে যেন অপচয় না হয়।

.
আল্লাহ যদি নাম ধরে #লিবাসুসুন্নত বলতেন তাহলে প্রত্যেকের উপর ফরজ হয়ে যেত তেমন পোশাক পরা।
কারন ৩৩:৩৩ মতে রাসুল কে অনুসরন করা ফরজ।
.
অনেকে হয়তো বলতে চাইবে যে উক্ত আয়াতে সুন্দর পোশাক বলতে রাসুলের পোশাক কেই বুজিয়েছে
তাহলে বলবো
.
তারা তার(ইউসুফ)জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল। বললেনঃ এটা কখনই নিয়েও; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে।(১২:১৮)

তাহলে কি ইউসুফ আ: এর পোশাক সুন্দর ছিল না????
ইয়াহিয়া/জাকারিয়া/মুসা/হারুন/ইউনুস এদের পোশাক কি সুন্দর ছিলো না?????
তারা তো কেউ রাসুলের মত পোশাক পরে নি।
.
আবার ধরেন
৩:৩২ মতে রাসুলের অনুগত্য করতেই হবে।
যেহেতু ৩:১০৭ মতে রাসুল সবার জন্য।
তাহলে প্রশ্ন থেকে যায় যদি সুন্নতি পোশাক বলে আল্লাহ বা রাসুল কোন পোশাক কে নিদ্দিষ্ট করে যেত তাহলে সেটা সবার ই পরতে হতে।
তবে আয়েশা/খাদিজা/ফাতেমা/ তারা কি করে সেই সুন্নতি পোশাক পরতো????
তারা যেটা পরেছে সেটা কি সুন্দর পোশাক ছিল না??????
.
এবার আসি পান্জাবি /পায়জামা এ গুলা কি আসলেই সুন্নতি পোশাক❔❔❔❔❔❗❗❗❗
.
পান্জাবি পায়জামা আদৌ সুন্নতি পোশাক নয় বরং এটা #এরাবিয়ান/আরবে পোশাক।।
ইতিহাস থেকে জানা যায় সেই সময় আবু জাহেল/আবু লাহাব/আবু তালেব তারা সবাই পান্জাবি পায়জামা পাগড়ি পরতো তবে কি তারা নবির সুন্নত পালন করেছেন???????
উত্তর হয়তো হবে কখনোই না।
তবে কিছু হাদিস রয়েছে যে নবি টুপি ও পাগড়ি পরেছে।
এ গুলা তার অভ্যাস ছিল।
.
নবির জিবনি সাধারনত ২ ভাগে ভাগ করা যায়।
১. নবুওয়াতের আগের
২.নবুওয়াতের পরে।
রাসুল নবুওয়াত প্রাপ্ত হবার পরে যা করেছেন সেটা ছিল ওহি ভিত্তিক ৫৩:৩-৪.
সেই সময় যা আদেশ নিষেধ করেছেন সে গুলাই শরিয়তে মুখ্য বিষয় হিসেবে গন্য হবে মানে আমলের বিষয়।
.
আবার নবির সব বিষয় সুন্নত হিসেবে গন্য হবে না।
যদি সব সুন্নত হয় তবে নবি নবুওয়াতের পুর্বে মেষ পালন করেছেন/ইট মাথায় করে নিয়েছেন/না খেয়ে থেকেছেন/খেজুরের চাটাই এ থেকেছেন তবে তো সে গুলাও সুন্নত হবার কথা তাই নয় কি?????❗❗❗❗
আবার ধরেন খাদিজা রা: কে বয়স্ক বিয়ে করেছেন তবে কি বয়স্ক বিয়ে করা সুন্নত????
নবি ৯ মতান্তরে ১১ টা বিয়ে করেছিলেন তবে কি এতগুলা বিয়ে করা সুন্নত????
যদি এই সুন্নত পালন করতে চান তবে আপনি ফরজ অমান্য করবেন কারন ৪:৩ মতে ৪ টার উপরে বিয়ে করতে পারবেন না।
.
তদ্রুপ নবির সব কাজ কর্ম জিবন ব্যবস্হা যেমন সুন্নত নয় ঠিক তেমনি নবির নিজস্ব যে সব বিষয় আছে সেগুলা সুন্নত হিসেবে গন্য হতেও পারে নাও পারে।.
.
হাদিস থেকে আমরা জানতে পারি যা নবি বলেছেন সেটা হল
নারি পুরুষের হিজাব/পর্দা পালনের যে ৬ টা মতান্তরে ৮ টা নিয়ম আছে সেটা মানলেই হিজাব পালন হবে।
.
এই নিয়ম গুলার মাজে কোথাও বলা নাই যে পান্জাবি পায়জামা সুন্নতি পোশাক
তদ্রুপ প্যান্ট শার্ট এ গুলা নাজায়েজ।
আপনি চাইলে পান্জাবি পায়জামা পরতে পারেন সমস্যা নেই তবে ঢালাও ভাবে বলতে পারবেন না যে এটা সুন্নত।
এটা পরতেইইইইই হবে।
.
আশা করি বুজাতে পেরেছি.......
.

.

No comments:

Post a Comment