DESHERPATRO

Friday, November 18, 2016

অভেদ্য নারী

অভেদ্য নারী

নারী তুমি কোমল মনের
শক্ত একটি পাথর,
নারী তুমি শ্নেহময়ী
দুঃখে হও কাতর।

নারী তুমি ছন্দময়
ছন্দ ছড়াও ধন্ধে,
নারী তুমি ছড়াও ব্যথা
মনের রন্ধ্রে রন্ধ্রে।

নারী তুমি ছলনাময়ী
রহস্যের এক আধার,
নারী তুমি সমস্যা
সমাধানহীন ধাঁধার।

নারী তুমি স্বপ্ন দেখাও
স্বপ্ন ভাঙো কারো,
নারী তুমি হুল ফুটিয়ে
দুঃখ বাড়াও আরো।

নারী তুমি প্রেম শেখাও
শেখাও ভালবাসা,
নারী তুমি অন্ধের যষ্টি
বেচে থাকার আশা।

নারী তুমি মমতাময়ী
আমারই এক বোন,
নারী তুমি শ্নেহের সাগর
এক মায়ের মন।

নারী তুমি কন্যা আমার
নারী তুমি বধূ,
নারী তুমি সংসার সাজাও
তোমার হাতেই যাদু।

নারী তুমি স্বার্থপর
ঘৃণিত বর্বর,
অন্যের ঘরে আঘাত করে
বাঁধো নিজের ঘর।

নারী তোমার একই অঙ্গে
জড়িয়ে হাজার রূপ,
নারী তুমি আছো বলেই
লুকিয়ে ধ্বংশস্তুপ।

নারী তুমি তোমার আলোয়
আলোকিত কর সবই,
তোমার ঝলকে উঠুক কেপে
দুর আকাশের রবি।

No comments:

Post a Comment