প্রবহমান সময়ের গতিধারায় এমন এক কালে আমি পৃথিবীতে এসেছি, আমার কালে-
লিখেছেন -
Hossain Mohammad Salim
মাননীয় এমাম, হেযবুত তওহীদ।
১. ধর্মগুরুরা ধর্ম বেচে জীবনধারণ করেন,
২. শাসকেরা শাসিতের সাথে ছল করে ক্ষমতা কুক্ষিগত করে,
৩. রাজনীতিকরা ওয়াদাই করে ভঙ্গ করার জন্য,
৪. স্বার্থই হচ্ছে রাজনীতির ভিত্তি, জনসেবাকে পেশা মনে করে,
৫. যত বড় শিক্ষিত তত বেশি অহঙ্কারী,
৬. ধনীরা হাজারো অবৈধ উপায়ে সম্পদ কুক্ষিগত করে দরিদ্রকে বঞ্চিত করে,
৭. নারীরা চরমভাবে পদদলিত অথচ তাদেরকে স্বাধীন বলে প্রতারণা করা হয়,
৮. অসৎ লোকগুলো সমাজে সম্মানিত,
৯. সরল লোকগুলো বোকা বলে পরিগণিত,
১০. বিচারক শক্তিমানের পূজারী, নিরাপরাধ লোক শাস্তি পায়,
১১. অর্থের বিনিময়ে পানি পান করতে হয়,
১২. দুই বছরের শিশু ধর্ষিতা হয়,
১৩. যুদ্ধের কোনো ধর্ম নেই, যুদ্ধে বেসামরিক লোক বেশি ক্ষতিগ্রস্ত হয়,
১৪. বেওয়ারিশ লাশ বেসুমার, যে কেউ যে কোন সময় গুম হয়ে যায়,
চিকিৎকরা রোগীকে মক্কেল, ক্লায়েন্ট মনে করে, তাদের সাথে প্রতারণা করে,
১৫. ব্যবসায়ী খাদ্যে বিষ দেয়, পণ্যে ভেজাল দেয়,
১৬. ছাত্ররা শিক্ষকদের প্রহার করে,
১৭. শিক্ষাকে পণ্য হিসাবে গণ্য করা হয়,
১৮. স্ত্রী স্বামীকে-স্বামী স্ত্রীকে, পিতা-পুত্রকে হত্যা করে,
১৯. সন্তানরা বাবা-মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায়,
২০. অশ্লীলতাকে ফ্যাশন মনে করে,
২১. গালিকে বুলি মনে করা হয়,
২২. সাহিত্যিকরা আজগুবি সাহিত্য তৈরি করেন,
২৩. ধর্মকে অধিকাংশ মানুষ কাল্পনিক মনে করে,
২৪. সন্তানের ভরণপোষণ করাকে পিতা-মাতা বিনিয়োগ মনে করে,
২৫. নব প্রজন্ম বিয়ে করাকে প্রাচীনপন্থা মনে করে,
২৬. সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা হয়,
২৭. কুৎসা রটনা করে মানুষের চরিত্র হনন করাকে গণমাধ্যমের স্বাধীনতা মনে করা হয়,
২৮. বিক্রি করা জমিকে আরো বহুজনের কাছে বিক্রি করা হয়,
২৯. আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টিকারী ছাড়া সমাজে কাউকে সম্মান করা হয় না,
৩০. অর্থ আর ক্ষমতাই সম্মানের মাপকাঠি,
৩১. উকিল উভয়পক্ষ থেকে টাকা খায়,
৩২. বিয়ের দেনমোহর আজীবন অপরিশোধিতই থাকে,
৩৩. শ্রমিক ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন করলে গুলিতে ঝাঁঝরা হতে হয়,
৩৪. শহরগুলো অলস আর অন্তর্মুখী জনতায় পরিপূর্ণ,
৩৫. প্রতিবেশী বলে কিছু নেই, নাগরিক সম্পর্ক বাড়িওয়ালা-ভাড়াটিয়ায় সমাপ্ত,
৩৬. পৃথিবীকে কাল্পনিক বেড়া দিয়ে শতশত ভাগে বিভক্ত করে সম্পদ ও জনসংখ্যার প্রাচুর্য ও ঘাটতি সৃষ্টি করে তাকেই স্বাধীনতা বলে আখ্যা দেওয়া হয়............
এভাবে বলতে গেলে আরো আরো বহু কিছুতেই পরিপূর্ণ আমার কাল। এই ঘোর কলিকালের বিরুদ্ধে আমার সংগ্রাম।
No comments:
Post a Comment