DESHERPATRO

Thursday, September 1, 2016

জাতি আজ উল্টোপথে হাটছে

জাতি আজ উল্টোপথে হাটছে

মুসা(আ) এর সময়ে তার জাতিকে একটা গরু কোরবানি দিতে বলেছিলো আর কি হইলো? শুরু হইলো জেরা আর জেরা কোরানে আয়াত গুলো বিদ্যমান দেখে নিবেন।

সাধারণ একটা বিষয় পেছানোর দরকার কি?

তাবুর কর্ণারে টয়লেট লেগে আছে এই মুহুর্তে তাবুর ভিতর নামাজ হবে কি হবে না এই নিয়ে বাহাস। এগুলো হয়েছিলো যখন খ্রিস্টান রা মুসলিম দুনিয়া জোর করে দখল করেছিলো।

হাসান হোসাইন (রা)এর শাহাদাত বরণের পর ইরাকের মানুষ মশা মারা যাবে কি যাবেনা এ মাসলা কি হবে এই নিয়ে বাহাস করেছিলো সেই থেকে ইসলামের মধ্যে ভাগ চলে আসছে।

এই ফিকাহ ওই ফিকাহ উসুলে ফিকাহ ইত্যাদি হাজারো বই মানুষকে ইসলাম বুঝার কায়দা শেষ করে ফেলেছে। আজ জাতি দিশেহারা।

একথায় ইসলাম কি জিনিস মহান প্রন্ডিত রা বলতে পারছেনা।কেউ বলে এইটা কেউ বলে ওইটা ইত্যাদি।

আর সাধারণ মানুষ সেতো ইসলাম কি জানেই না।

অথচ অশিক্ষিত উম্মতে মোহাম্মদী হাতে গোনা ৩০/৪০ জন শিক্ষিত ছিলো ঐ ৫ লক্ষ লোকের মধ্যে। অশিক্ষিত উম্মতে মোহাম্মদী জেনেছিলো ইসলাম কি  তা প্রতিষ্ঠার প্রক্রিয়া বা তরিকা কি?????

আর আজ কি? তার উল্টোটা। জাতি আজ উলটো পথে হাটছে।

No comments:

Post a Comment