DESHERPATRO

Friday, December 18, 2015

সিরিয়ান অসহায় মুসলিম স্মরণার্থীরা ভিক্ষা চাচ্ছে ইহুদী খ্রিস্টানদের কাছে

কত বড় মাপের মুসলিম আমরা?

সিরিয়ান অসহায় মুসলিম স্মরণার্থীরা ভিক্ষা চাচ্ছে ইহুদী খ্রিস্টানদের কাছে, মুসলিম নামধারীরা বেশ আর লেবাস ধরে আছে।আর চেয়ে চেয়ে দেখছে।

যদি তাই হয় তাহলে বলতে হবে আজকে যে মুসলিম নামধারী জনসংখ্যা টা বেশ ধরে আছে এরা মুসলিম নয় ।  এটাকে অস্বীকার না কোরে উপায় নাই। কারন এর পার্শ্ববর্তী দেশ সব মুসলিম দেশ। সাহায্য এরা করতে পারতো।সম্পদের কমতি নেই এদের। তবু এরা দেবেনা। তাইলে এরা ইসলামের নাম ধারণ কোরে আছে মাত্র।ইসলামের লেবাস ধরে খোলসা টা নিয়ে আছে মাত্র।কাজেই এরা প্রকৃত ইসলামের শিক্ষা থেকে উল্টো পথে হাটছে,তাই আজ সিরিয়া স্মরণার্থীরা ভিক্ষা চাচ্ছে ইহুদী-খ্রিস্টানদের কাছে।
এখন বুঝুন কত বড় মাপের মুসলিম আমরা?

No comments:

Post a Comment