DESHERPATRO

Friday, December 18, 2015

আমরা কোন হ-য-ব-র-ল ইসলামে আছি বলতে পারি?

আমরা কোন হ-য-ব-র-ল ইসলামে আছি বলতে পারি?

একটু দেখেন কি অবস্থা আর বাকি দুনিয়ার কথা না হয় বাদই দিলাম। দাজ্জাল ইহুদী-খ্রিস্টান সভ্যতার গণতান্ত্রিক ব্যবস্থার ফলাফল দেখেন একটু ভুখণ্ডে- পুরা দুনিয়ার কথা যদি বলি তাইলে মাথা ঘুরিয়ে যাবে।

>আমি আওয়ামী লীগ করি এবং আমি মুসলিম। আমি রোজ কোরান পড়ি।
>আমি বিএনপি করি এবং আমি মুসলিম। আমার কাছে ইসলাম নিরাপদ।
>আমি জামাত করি এবং আমি মুসলিম। আমাকে ভোট দিলে জান্নাত।
>আমি জাতীয় পার্টি করি এবং আমি মুসলিম। ইসলাম আমার রাষ্ট্রধর্ম।
>আমি হেফাজত করি এবং আমি মুসলিম। আমিই ইসলামের ঠিকাদার।
>আমি তাবলীগ করি এবং আমি মুসলিম।
৩ চিল্লা দিলেই জান্নাত কনফার্ম।
>আমি আহলে,শিয়া, সুন্নী আমি লক্ষকোটি দল, ফেরকা আর ফেরকা,আমরা সবাই মুসলিম।

আমরা একই মসজিদে একই বেতনভুক্ত ইমামের পেছনে নামাজ পড়ি আর বাইরে বেরিয়ে একে অপরের শত্রু হয়ে যাই।

দূরে দাঁড়িয়ে ইবলিস হাসে। তার এখন অখণ্ড অবসর, সময়ই কাটতে চায় না।

রোমকি, পেরিস।

No comments:

Post a Comment