ঈমান চুর
হে মনুষ্য সন্তান সত্যে হও সমাসীন
মিথ্যাকে দুরিভৃত করো আসিবে শুভদিন।
সত্যের তরে যে হবে আসীন,
অমর সেই সে অম্লান সব হ্রদয়ে চিরদিন।
সেই সে লোক হলো মোমিন,
যাদের হ্রদয়খানি কাদে -
দুঃখীর বিপদে দুঃখের দিন।
করিলে সব রকমের ইবাদত
দুরে ঠেলে ফকির মিসকিন,
হয় নাইরে তর জিকির ফিকির
পথের মানুষের খবর লসনিরে যেদিন।
চোখ বুঝিয়া পীরে
সুফি রেওয়াজি কোরে,
দুঃখীর বিপদে খবর নাইরে,
খুদ পীরের ই সারগেদ না খাইয়া মরে-
বাবা সারগেদ তোফা কি আনছোরে?
আনছি বাবা একশত এক টাকা
তোমায় দিয়েই আমার সব আজ ফাকা।
তুমি বাবা পীর গড়িয়াছো অট্রালিকা
আমি সারগেদ হইয়া আজ করিতেছি ভিক্ষা।
তোমার চড়ণে কি আসলেই মিলিবে স্বর্গ?
কনফিউজডে পড়েছি বাবা তুমিই মর্গ,
তোমার তরে কিছুই পাই নাই,
আমার জমিজমা সব শেষ প্রায়।
কোরানে পড়িলাম সংসার বিরাগী
অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগী।
সারগেদ বাবা হইলো ফকির
পীর বাবা বলে করো জিকির।
যে ব্যবসা করিলো প্রভূ বন্ধ
ধুমধামে তাহাই করিলো শুরু,
মোল্লা পীরে ঈমান চুরি কোরে
ঘরে ঘরে সারগেদরে বানাইলো অন্ধ।
হাবিব বিন আব্দুস ছোবহান
No comments:
Post a Comment