DESHERPATRO

Friday, November 20, 2015

মনুষ্য জাত আমি(কবিতা) হাবিব বিন আব্দুস ছোবহান।

মনুষ্য জাত আমি

আমি তো মানুষ ভাই
মানুষেরে খাওয়াই,
ইহাতেই শান্তি পাই।

সে মানুষ আমিও মানুষ
সে তো আমার ভাই,
তাহার প্রতি শত্রুতা নাই।

গুরুজনে শ্রদ্ধা করি নিবেদন
তাহাদের কাছে আশীর্বাদ চাই,
প্রতি জনে জনে ইহাই ব্যক্ত করে যাই।

মানবের কল্যাণে তুমি মানুষ ভাই
তাহাই যদি নাহি হয় তোমার পুণ্য নাই।

যুগে যুগে নবী রাসুল অবতার গণে
বলিয়াছে জনে জনে,
যে করিবে মানবের সেবা
তাহার চাইতে উত্তম কেবা?

আসিয়াছে যুগে যুগে শান্তির তরে
প্রভূর দেওয়া কেতাব শান্তির বাণী
তাহাতেই লিখা মানবতার কল্যাণী।

এসো হে হিন্দু এসো হে খ্রিস্টান
সবাই সবার ভাই এক হও মোসলমান।
কেহ কারো শত্রু নহে
একতার বিধান রহিয়াছে ঐশী বিধানে।
অকারণে কাহারেও নাহি মারিও
কল্যাণে থাকো ব্রত সত্য মানিও।

হাবিব বিন আব্দুস ছোবহান।

No comments:

Post a Comment