মিথ্যা মাসিহ ও তার অনুসারী
ইসলাম মানে শান্তি যদি থেকেই থাকে তাইলে সেই শান্তির ছায়াতলে দলে দলে লোক কি করবে? ভাগবে না আসবে?
আল্লাহর বয়ান---
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
-
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
(সূরা নছর:১-২)
আল্লাহ তাদের সাহায্য ও বিজয় দিচ্ছে?
আর ফলাফল উলটা ভাগছে ইউরোপে,, কেন? আল্লাহর বিজয় না তাইলে? এটা দাজ্জালের বিজয় এবং ইসলামের নামে প্রতারণা মাত্র।। মাসিহ হিদাজ্জাল!!!!
মিথ্যা মাসিহ।।।
আমি তাদের সব কর্মকাণ্ড কে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করতে সমর্থ ইনশাআল্লাহ এবং এরা যে দাজ্জালের সৈনিক কারন দাজ্জালের সৈনিকরাও সত্যের ধারক সেজে প্রতারণা করবেই করবেই।।কারন নইলে এটা প্রতারণা হবেনা।। মিথ্যা তো মিথ্যাই এটা কে আর কি প্রতারণা বলবো।। অলরেডি প্রতারণার মধ্যেই আছে।। দাজ্জাল শব্দের অর্থই হলো চাকচিক্যময় প্রতারক এর মানে হলো যে এসে একেবারে পাক্কা মুসলিম সাঝবে পাক্কা মাসিহ সাজবে অর্থাৎ কি সাজবে? মিথ্যা মাসিহ।।। বলবে যে ঈসা(আ) উদয় এখানেই জোর করেই বলবে।। যেন সত্যের ভিতর প্রতারণার গন্ধ এরই নাম চাকচিক্যময় প্রতারক একেই রসুলুল্লাহ (স) দাজ্জাল নামে অভিহিত করেছিলেন। আজ আই এস হলো সেই দাজ্জালের পাক্কা মোসলেম সেজে পাক্কা ভুয়া মাসিহর সারগেদ সেজে কালো লেবাস ধরে কোরান হাদিসের অপব্যাখ্যা দাড় করিয়ে মোসলেম বিশ্বকে প্রতারণা কোরে মোসলেম বিশ্বকে দখল আর মোসলেম নামের আল্লাহ রসুল কোরান বিশ্বাসী সাধারণ মোসলমান কে হত্যা কোরে চলেছে।। লাভ হচ্ছে তাদের স্রষ্টা রব (দাজ্জাল) ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার (অস্ত্র, মারণাস্ত্র, পারমাণবিক, আণবিক সর্বগ্রাসী সমগ্র দুনিয়া ধ্বংস এর কারিগরি জিনিস যাদের হাতে) তারা বেছে নিয়েছে এই মুসলিম জাতিকে।
কারন দাজ্জাল বুঝে, সয়ং রসুলও বুঝেছিলো যে এ তো এসেই মিথ্যা মাসিহ সাজবে আর কোরানের অপব্যাখ্যা দাড় করিয়ে মুসলিমদের অনুভূতি কে কাজে লাগিয়ে মিথ্যা মাসিহ এর অনুসারী বানাবে।। এবং এরা হবে দুর্ধর্ষ যোদ্ধা কিন্তু ইসলামের কোন লাভ হবেনা।।হবে তাদের প্রভু দাজ্জালের।। রসুলুল্লাহ বলেছিলেন আমার উম্মাহর সত্তুর হাজার উম্মাহ দাজ্জালের অনুসরণ করবে তার পায়ে সাজদাহ করবে। কারন আই এস জানে তাদের প্রভু দাজ্জালের পায়ে সাজদাহ না করলে আমার প্রভুর দেওয়া নীতি অনুযায়ী তাদের স্বার্থ আদায় হবেনা।। অস্ত্র পাওয়াটাও দুষ্কর।
দাজ্জাল জানে মিথ্যা মাসিহ দাড় করাতে পারলেই তার অনুসারীর অভাব হবেনা।। দলে দলে আসবে।। যোগদান করিবে।
কোরান এমন একটা জিনিস তা ভুল ব্যাখ্যা দাড় করিয়ে একজন মুসলিম কে দুর্ধর্ষ যোদ্ধা বানানো সম্ভব। পুরা মানবজাতির ধ্বংসের কাল বানানোও সম্ভব আবার ঠিক একই চরিত্রের দুর্ধর্ষ যোদ্ধাকে ইসলামের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য বুঝিয়ে দেওয়া হইলে সেই লক্ষ্যে মরদে মুজাহিদরা আবার সেই সোনালী যুগের ইতিহাস মোতাবেক রসুলের (স) আনীত শান্তিময় ইসলামকে দুনিয়াময় কায়েমের প্রয়াস পাবে। মুক্ত হবে দুনিয়া ও তার মধ্যে মনুষ্যজাতি। মুক্ত বাতাস বইবে আকাশে বাতাসে।জয় হবে মানবতার, সত্য মাহাদী হেদায়াহর আলো ছড়িয়ে দিবে দুনিয়াময়, সত্য মাসিহ মুণ্ডু কতল করিবে মিথ্যা মাসিহর। পৃথিবীর সমস্ত যায়গায় শান্তির আধার পৌছে যাবে। অনাবিল সুখ থাকবে, পাখিরা গাইবে গান সুমধুর সুরে।বাঘ ভেরা থাকিবে একসাথে।।
আমি আশাবাদী সে দিন বেশি দুরে নাই
সত্য মাসিহ আসিয়াছে তাহার গন্ধ পাই।
কতল করিবে তাহার গর্দান
মিথ্যার যুগ শেষ উড়িবেই সত্য নিশান।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment