DESHERPATRO

Thursday, November 12, 2015

সখা বিষণ্ণ - সনেট কবি লিমন

সখা বিষণ্ণ - সনেট
কবি লিমন

আবার আসিও ফিরে
আমি রইলাম এপারে,
যতই দাও ব্যথা ভুলবো নারে
মনের গহীনে অনল দাউ দাউ করে।

আজও ছিলাম তোমারই স্মরণে
কাল গায়ে হলুদ লাল শাড়ী পড়নে,
আজও রয়েছো গেথে নয়নে-
সকাল বিকাল সর্বক্ষণে ছিলে মনে।

বল সখী তোমায় ভুলি কেমনে
তুমি মোর অন্তরে শয়নেস্বপনে,
নতুন ধারায় তুমি চলিছো কোনপানে?
একেলা শূন্য হ্রদয় কাদে সঙ্গোপনে।
Dedicated to
Lal Akash

No comments:

Post a Comment