DESHERPATRO

Thursday, November 12, 2015

বিষণ্ণ আকাশ- কবি লিমন

বিষণ্ণ আকাশ
লিমন

মন কাদে প্রাণ কাদে
তাহার শোকে
আত্মার স্বাদে।

আজি একেলা
কাটেনা বেলা,
হ্রদয়খানা বিপাকে।
তাহার যে দশা
আজি মোর সর্বনাশা,
মহা ঘূর্ণিপাকে।

হাসি মোর উজ্জ্বল মুখখানা
তব অন্তরে অনল দাউ দাউ
তাহা বুঝিবার নাহি কেউ।
খালি আজ অন্তরের বালাখানা।
কোনসে প্রলয় করলো হানা?

আজি বিপাকে
নাহি মনে রুদ্রোজ্জ্বল
হয়না সুখ প্রোজ্জ্বল।

ভুলিতে চাহে এ মন তাহারে
তব কি এ মন তাহা পারে?
হায় সখা থাকো গো সুখে
প্রার্থনা প্রভুর দরবারে
আজি হলাম ভবঘুরে।

No comments:

Post a Comment