যুদ্ধে জাতি বেখবর
সহসা জাগিয়া ওঠরে বীর
ঐ দেখো সব খানে কালো থাবা ইহুদীর,
নিস্তার দেয়নি কোনকালে
পারেনি গড়তে একতা-
ভাগ কোরেছে দলে দলে।
হুশ যদি তব নাহি হয় তর
দুঃখ সহসাই আসিবে অতঃপর।
সিংহের গর্জন থামাইছো যবে
অন্য প্রাণীর থাবায় ছিন্নভিন্ন হবে।
বাচিয়া যদি থাকবার চাহ
সংসার মায়া তব ত্যাগী হ
শক্ত করো মুষ্টিবদ্ধ
থাকিওনা ঘরে আবদ্ধ।
যুদ্ধ আসিয়া পড়িয়াছে
তুমি ছুটছো কোন সে মোহের পিছে?
এহেন কাজে লাগিবেনা তর লেবাস
যুদ্ধে তর জাতি শেষ হয় কি তর নামাজ?
লোক দেখাইয়া আর কত চোখ বুঝিয়া
লেবাসের ঐ ঢং ধরিয়া
আর কত চলিবি বোকা বানাইয়া?
সিরিয়া আর বসনিয়া
ইরাক আর ফিলিস্তিন
কানে কিসের শব্দ পিন পিন?
নাহ ভাই কানে শুনিনা
মুসলিম মরে তাও জানিনা।
ফ্রান্স পেরিসে হামলা
নিজের ছবিরে রাঙাইলা,
নিজের ভাই মরে খবর নাই
অন্যের তরে দরদ উতলায়।
তোমার মত নামী মুসলিম
দাজ্জালেরে লইছে কোরে তসলিম।
বিজাতীর ব্যথায় হও ব্যথিত
নিজের জাতির খেয়াল ব্যতিত।
আহ তোমার কি উন্নতি
পদলেহনে কত অবনতি!!
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment