DESHERPATRO

Sunday, November 29, 2015

সয়ং রসুল(স) কোরানের কথাই বলে গেছেন।

সয়ং রসুল(স) কোরানের কথাই বলে গেছেন।

হযরত আবু ছাইদ খুদরী (রা) থেকে বর্ণিত: রাছুলাল্লাহ (সা) বলেছেন যে, কোরান ব্যতীত আমার কোন কথাই লিখিও না। আর কোরান ব্যতীত আমার নিকট থেকে অন্য কিছু লিখে থাকলে, তা যেন মুছে ফেলা হয়। [ দ্র: ছহিহ্ মোসলেম, আ.ফা. ভুইয়া, ১ম খ. ১ম সংস্করণ, পৃ: ৫১]

হাদিছটি সম্বন্ধে শরিয়ত একমত হয়েও হাজারো ফন্দি-ফিকির, কুট-কৌশলে রাছুলের বিরুদ্ধে বোখারীদের সমর্থনে উহা বাতিল বলে সাব্যস্ত করার আপ্রাণ চেষ্টা করে থাকেন।

No comments:

Post a Comment