DESHERPATRO

Tuesday, November 3, 2015

মানবতার নাম ইসলাম ভুলে গেছে কথিত জেহাদিরা

মানবতার নাম ইসলাম ভুলে গেছে কথিত জেহাদিরা

আজিকে মানবকুলে
নিপীড়িত নির্যাতিত অকূলে
ওরা শিশু
ওরা কি কাফের?
ওদের খাবার নাই-
চলো নামের জেহাদে যাই,
যাও বা অস্ত্র দিবার চাই।
গলা কাটো,
ইসলাম আজ হইলো খাটো।

আজিকে দেশ হইতে বাহির  ওরা সবাই,
মহা পন্ডিত জেহাদের নামে সওয়াব কামাই।

আমি তোমারে দিয়া
করিবো মানবের সর্বনাশ,
তোমরা নামে লেবাসধারী
তোমারে বানাইমু পিশাচ।

তোমার নামের জেহাদে,
হয়না ইসলাম
হয়না মানবতা
রুপ লয়েছে কঠিন বিবাদে।

No comments:

Post a Comment