মানুষ নাই
হে মনুষ্য স্বভাব তুমি ছিলেনা এমন
আজি ধরায় দেখি তোমার অধঃপতন।
কে করেছে তোমার অসম পরিবর্তন!
এ স্বভাব তোমার হয়েছে মনুষ্য নিধন।
কত যুদ্ধ হয়েছে পাড়ি হয়নি এমন,
মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিতে আধুনিকায়ন।
তোমার স্বভাব কে শেখালো এমন?
তুমি ছিলেনা এমন,ভয় করিতে যেন,
আজ তুমি বেপরোয়া মানোনা কোন শাসন।
তোমার স্বভাবে এ কি হলো ক্ষয় বহু জীবন।
তুমি কেন হলে এমন?
তোমার তো হওয়ার কথা ছিলোনা এমন?
তোমার কথা ছিলো মনুষ্যের যতন,
তুমিই আজ করছো তাদের নিধন।
কেন তুমি তো ছিলেনা এমন,
আজ তোমার কি হলো মানোনা শাসন?
শিখতে হবে ভুলতে হবে দাজ্জালীও শিক্ষন।
জাগতে হবে বুঝতে হবে সুশীল সমাজ গড়ন,
পারবেনা এ দোহাই আর চলবেনা দিওন-
চলতে হবে গড়তে হবে সুন্দর,শেখাতে হবে চলন।
তোমাকে আর থামা চলবে না শিখতে হবে মরন,
সুখ শান্তির ধরা গড়তে হবে অন্যায় করে দমন।
হাবিব বিন ছোবহান।
No comments:
Post a Comment