ধর্মব্যবসায়ী আলেম উলামারা আল্লাহর হুকুম সরাসরি মানেনা।
ওয়াজ মাহফিলে, এমামুতিতে আরো ধর্মীও কাজ কোরে আল্লাহর কালাম বেচে খায় অর্থাৎ ধর্মব্যবসা কোরে খায়, এই কথা গুলো কোরান হাদিস মোতাবেক যে নিষেধ শুধু কি নিষেধ? একেবারে হারাম- এই সত্য আজ মানবজাতি কে হেযবুত তওহীদ স্মরণ কোরিয়ে দিচ্ছে,তাতেই কি " যতসব ফালতু পোষ্ট হোয়ে যাচ্ছে?"
দুনিয়ার কিছু সুখের জন্য আল্লাহর আয়াত বেচে খাওয়া আর আগুন খাওয়া ছেড়ে দিয়ে হালাল রুজি কামাই কোরে খেলে কি হয়?
কাজেই ধর্মব্যবসা ডবল হারাম।
এই জমজমাট ব্যবসা বন্ধের ভয়ে হেযবুত তওহীদের অর্থাৎ আল্লাহর কথা কে এড়িয়ে যাওয়া হোচ্ছে?
মহান আল্লাহর বাণী জমজমাট এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে- তাহলে মহান আল্লাহ কি হাজার হাজার মেসেজ দিয়ে রাখছে কোরানময় সেগুলো কি ধর্মব্যবসায়ী কুপমন্ডুক দের মতে ফালতু?(নাউজবেল্লা)
আহা কোরানের আয়াত গোপন কোরে কি জমজমাট ব্যবসাই না চোলছে জোরেশোরে।
মহান আল্লাহ বলেন-
সূরা আল বাক্বারাহ:174 - নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে, বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
সূরা আল বাক্বারাহ:175 - এরাই হল সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করেছে এবং (খরিদ করেছে) ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। অতএব, তারা দোযখের উপর কেমন ধৈর্য্য ধারণকারী।
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবহান
No comments:
Post a Comment