DESHERPATRO

Monday, June 15, 2015

আইএসকে সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র |

আইএসকে সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র |

প্রকাশের সময় : ২০১৫-০৬-১৫

     ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তৎপর আইএস জেহাদিরা যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাচ্ছে। তিনি মার্কিন ফক্স নিউজকে গত বুধবার বলেছেন, আইএসকে অস্ত্র দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রই দায়ী। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলক প্রক্রিয়ায় আইএস’কে এসব অস্ত্র দিচ্ছে না। গত মার্চ মাসে ইরাকের বদর সংস্থার প্রধান কাসিম আল-আরাজি জাতীয় সংসদে বলেছিলেন, তার কাছে প্রমাণ রয়েছে যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে জেহাদি গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে মার্কিন সামরিক বিমান থেকে আইএস নিয়ন্ত্রিত এলাকায় বোমা ফেলার পাশাপাশি সমরাস্ত্রও ফেলা হয়েছে। এ প্রসঙ্গে কিসিঞ্জার বলেন, এখানে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যুক্তরাষ্ট্র শুধু এসব অস্ত্র তাদের কাছেই পাঠাচ্ছে যারা পেন্টাগনকে সহায়তা করছে। আর এর মাধ্যমে এই ইঙ্গিত পরিষ্কার যে, আইএস’কে অস্ত্র দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা ভূমিকা পালন করছে।লন্ডনভিত্তিক অর্গানাইজেশন কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ বলেছিল, আইএস জেহাদি সংগঠন উল্লেখযোগ্য পরিমাণ মার্কিন অস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে এম-১৬ অ্যাসাল্ট রাইফেলও রয়েছে। এসব রাইফেলের গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘প্রোপার্টি অব দ্যা ইউএস গভর্মেন্ট’। এছাড়াও গত বছরের জুন মাসে অ্যারোন ক্লেইন নামে এক সাংবাদিক ‘ওয়ার্ল্ড নেট ডেইলি’তে  রিপোর্ট করেছিলেন, ২০১২ সালে জর্দানের একটি গোপন ঘাঁটিতে মার্কিন প্রশিক্ষকদের কাছে আইএস জেহাদি  প্রশিক্ষণ নিয়েছে। এদিকে, কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর র‌্যান্ড পল গত বছর বলেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত কথিত মধ্যপন্থিদের কাছ থেকে আইএস’র কাছে যে অস্ত্র যাচ্ছে তা দিয়ে তারা ইরাকের বিরাট এলাকা দখল করে নিতে পারে। তিনি বলেছিলেন, আইএস’র সহযোগীদের অস্ত্র দেয়ায় তারা সাহস পেয়েছে। আমরা সিরিয়ায় আইএস’র সহযোগীদের সহায়তা করেছি। গত সেপ্টেম্বর মাসে র‌্যান্ড পল আরো বলেছিলেন, মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রেও হস্তক্ষেপের নীতিই দায়ী। তবে র‌্যান্ড পলের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন হেনরি কিসিঞ্জার। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় জিহাদি গোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত তাল-আবইয়াদ শহরে বিদ্যুৎ সরবরাহ করছে তুরস্ক। তুর্কি দৈনিক টুডে’জ জামান পত্রিকা এ খবর দিয়েছে। তুর্কি গোয়েন্দা সংস্থার প্রহরায় সিরিয়ায় সন্ত্রাসীরা ঢুকছে বলে একটি ভিডিও প্রকাশ হওয়ার পর নতুন করে বিদ্যুৎ সরবরাহের খবর বের হলো। তুরস্কের সীমান্তবর্তী জেলা আকাকালের কাছে তাল-আবইয়াদ শহরের অবস্থান। পত্রিকাটি জানিয়েছে, আকাকালে শহরের রাস্তায় প্রকাশ্যে আইএস জিহদির ঘুরে বেড়ানোর বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয়। সিরিয়া সরকারের বিরুদ্ধে যখন বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হয় তখন এই আকাকালে শহর দিয়ে প্রথম আইএস সিরিয়ায় ঢোকে।  তুর্কি দৈনিক টুডে’জ জামান বলেছে, শত্রুরা আর দরজায় নেই, তারা বর্তমানে আকাকালে শহরেই অবস্থান করছে। নতুন সসদস্য রিক্রুট করার জন্য তারা শহরের কিছু কিছু হোটেল ব্যবহার করছে এবং নতুন সদস্যদের এ শহর থেকে তাল-আবইয়াদ শহরের মাধ্যমে সিরিয়ায় নেয়া হচ্ছে। সদস্য রিক্রুট করার জন্য উঁচুমানের বেতন দেয়ার কথাও বলা হচ্ছে। সীমান্তবর্তী এ জেলার লোকজনের আর্থিক অবস্থা অতটা ভালো না হওয়ায় উঁচুমানের বেতনের প্রস্তাবে তরুণদেরকে আইএস এ যোগ দেয়া থেকে বিরত রাখা কঠিন হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। ডেইলি টুডে’র জামান, ওয়েবসাইট।
- See more at: http://www.dailyinqilab.com/details/15264/%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0#sthash.INdV2izQ.dpuf

Read more at: http://www.dailyinqilab.com/details/15264/%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0
Copyright Daily Inqilab

No comments:

Post a Comment