DESHERPATRO

Tuesday, May 26, 2015

১৪০০ বছর আগের কাফের মোশরেক আর আজকের নামধারী মোসলেমে জাতির মধ্যে তফাৎ কি?

১৪০০ বছর আগের কাফের মোশরেক আর আজকের নামধারী মোসলেমে জাতির মধ্যে তফাৎ কি?

কলেমার অর্থ করা হোয়েছে - আল্লাহ ছাড়া কোন মাবুদ (উপাস্য নেই)
কলেমায় আল্লাহ নিজেই বলেছেন ইলাহ অর্থাৎ  যার হুকুম শুনতে হবে অর্থাৎ হুকুমদাতা/বিধানদাতা । আজ এই ভুল অর্থের কারনে আল্লাহর এবাদত করা হোচ্ছে কিন্তু আইন কানুন হুকুমত মানা হোচ্ছে ইবলিসের রুপে আবির্ভূত দাজ্জালের মানবরচিত ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার হুকুমত।

এই ইলাহ অর্থাৎ আল্লাহই একমাত্র হুকুমদাতা  কথাটা না মানার কারনেই মক্কার আল্লাহ বিশ্বাসী আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর উপাস্যকরাও কাফের ছিলো। কেন ছিলো? আল্লাহ কে মাবুদ বলে বিশ্বাসী ছিলোনা বলে?

আসলে তা নয় তারা নিজেরাই হুকুম বানিয়ে লাত মানত উজ্জা মুর্তির নামে চালাতো, উলঙ্গ হইয়া হজ্জও করতো রোযা রাখতো খাতনা করাইতো, নামাজ পড়তো ইত্যাদি, তারপরেও তারা কাফের ছিলো,কেন???????

এইজন্য যে আল্লাহকে হুকুমদাতা হিসেবে না মেনে উপাস্য হিসেবে মানিতো।উপাসনার এতো মগ্ন ছিলো এরা এদের নাম পর্যন্ত আব্দুল্লাহ রাখতো অর্থাৎ আল্লাহর উপাসক।

আজকে সেই লাত মানত উজ্জার যায়গা দখল কোরেছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ফ্যাসিবাদ কমিউনিজম ইত্যাদি ইবলিসের হুকুমত ব্যবস্থা যেখানে ধর্ম কে রহিতো করা হয়েছে,এখানে বহু মোসলেম সম্প্রদায় হেকমতের দোহাই দিয়ে কুফুরির সাথে একাত্ত্বতা ঘোষণা কোরে আত্মতৃপ্ত হোচ্ছে।নিজেদের মহান মহান আল্লাহর উপাসক ভাবছেন তাহলে ১৪০০ বছর আগের আল্লাহ বিশ্বাসী কাফের মোশরেক আর আজকের নামধারী মোসলেম দের মধ্যে তফাৎ কোথায়?

মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান

No comments:

Post a Comment