DESHERPATRO

Friday, May 15, 2015

চলছে তো চলছেই

চলছে তো চলছেই

আজ আমার বিকাল পড়েছে নুয়ে
দেয়নি কিরণ সুর্য্যি মামা আভা ধোয়ে।
হাহাকার চারিধার
বিষন্ন এপার।
বাড়াবাড়ি তোলপাড়।
মিছামিছি চলছে হরদম
ঠকায়ে যাচ্ছে আজি সরলতাটা কম।
মনে কোন চিন্তাও নাই,
স্বার্থপর হলেই বা কি পাই?

মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান

No comments:

Post a Comment