টিভি,মোবাইল, কম্পিউটার এগুলো কি হারাম নাকি?
কোনকিছু চালানোর আগে জানতে হয় সেই জিনিস টা সম্বন্ধে সেটা দিয়ে কি কি কাজ করানো যাবে, খারাপ না ভালো
একে খারাপ ভাবে চালানো যাবে আবার ভালো ভাবে চালানো যাবে তাহলে এখানে যন্ত্রের দোষ নয় চালানোর দোষ।
কোন যন্ত্রের অর্থাৎ বন্দুকের দোষ হতে পারেনা,, কোন টিভি মোবাইল হারাম হতে পারেনা।। কোন বন্দুক হারাম হতে পারে না কারন আর্মি পুলিশ বন্দুক দিয়ে সন্ত্রাস নির্মুলের কাজ করে অন্যায় ঠেকিয়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্ট্রা করে, টিভি পত্রিকা আজকাল যা আল্লাহ রসুল, এসলাম এর বিরুদ্ধে যা দেখায় তা হারাম অর্থাৎ বর্জনীয়।। টিভি, কম্পিউটার , মোবাইল বা অন্য কোন যন্ত্র কখনো কোন খারাপ বা অন্যায় কাজ করতে পারে?? অবশ্যই নয়।।এদের মধ্যে যা চালানো হয় এরা তাই দেখায়।। আর আপনি টিভি নিয়ে কি বলেছেন টিভি হারাম ঘরে রাখা যাবেনা তাইনা?? আপনি বলতে পারেন এটা দেখেন এটা দেখবেন না ভালো টা দেখেন খারাপ টা দেখবেন না।। তাতেও কু কাজ হচ্ছে বা হবে বলে মনে হয়?? হবেনা কারন রাষ্ট্রীয় আইন কানুন বিধান আল্লাহর নয় এগুলো মানবরচিত আইন কানুন। যে দিন থেকে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। এনশা'আল্লাহ সব অন্যায় অবিচার বন্ধ হতে থাকবে। এনশা'আল্লাহ।
কার কার টিভি মুক্ত ডিশলাইন মুক্ত আছে??
এ রকম বোকার প্রশ্ন।।।
এর মানে কি জানেন? টিভি টাই হারাম।। বেওকুব কারে কয় জানেন??
আজ টিভিতে যা দেখায় তার পরিচালনার ভার এসলাম বিরুধীদের হাতে। আপনি টিভি বন্ধের কথা বলছেন?? আপনার ঘরে টিভি নেই?? কোন ঘরে টিভি নেই???সবার ঘরেই টিভি আছে,, মোবাইলই আজকাল টিভি ছাড়িয়ে গেছে।
মাথা ঘুমানোর সময় বালিশ কই থাকে??? কত হাজার টিভি বন্ধ করবেন এই ফতোয়াবাজী করে??
একমাত্র পথ না খুজে ফতোয়াবাজী করে লাভ কি???
কিছুই লাভ নাই।
সেই একমাত্র পথ এগুলো অর্থাৎ ভুল প্রদর্শনী চিত্রগুলো কে বন্দের।
এই পথ হলো আল্লাহর সত্যদীন, এসলাম, দীনুল-হক, সত্য জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন কানুন, বিধান,কোরানিক আইন একথায় আল্লাহর খেলাফত ই পারে এই সব বন্ধ করতে।এনশা'আল্লাহ।।
(তাওবা-৩৩-৩৯, ফাতাহ২৮ , সফ৯)
ফতোয়াবাজী দিয়ে নয়।।। প্রযুক্তির কোন দোষ নয়।।
সুরা ইয়াসীন পড়ে -প্রথমেই দেখুন আল্লাহ কি বলেছেন -ইয়াসীন ওল কোরানিল হাকিম -অর্থাৎ বিজ্ঞানময় কোরানের কসম। কিছু বুঝলেন?? প্রযুক্তি মানুষের উপকারে আসে।। এই প্রযুক্তি ব্যবহার করে আজ সারা দুনিয়ার মোসলেম দের মারছে ইহুদী-খ্রিস্টান সভ্যতার লোকেরা অর্থাৎ দাজ্জাল।
আর আমরা তাদের দেওয়া টিভি প্রদর্শনী প্রকাশ করছি আবার আমাদের রাষ্ট্রে তাদের দেওয়া আইন কানুন মানছি এটা কাদের দুর্ভাগ্য?
ইয়া আল্লাহ এই ফতোয়াবাজী অজ্ঞ লোকদের কে সত্যে পদার্পণ করার তওফীক এনায়েত করো।আমিন
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
Posted via Blogaway
No comments:
Post a Comment