DESHERPATRO

Friday, March 7, 2014

“সমবেত হও, কালো পতাকার নীচে; বরফের উপর হামাগুড়ী দিয়ে যেতে হলেও”।

“সমবেত হও, কালো পতাকার নীচে; বরফের উপর হামাগুড়ী দিয়ে যেতে হলেও”। 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা যখন রসুলুল্লাহ সাঃ এর নিকট বসা ছিলাম, তখন বনূ হাশিম সম্প্রদায়ের(নবীজীর নিজ গোত্র) কতিপয় যুবক তার নিকট উপস্থিত হলো।নবী করিম সাঃ যখন তাদের দেখলেন, তখন তার চোখ মুবারক অশ্রুসিক্ত হলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ রাঃ বলেন, আমি বললাম, আমরা সব সময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখতে পাই।তিনি বললেন, আমার পরিবার-পরিজন আমার পরে অচিরেই কঠিন বিপদের সম্মুখীন হবে,সর্বোপরি দেশান্তরিত হবে, এমন কি প্রাচ্যদেশ থেকে কিছু লোকতাদের সাহায্যার্থে এগিয়ে আসবে, তাদেরসাথে কালো পতাকাসমূহ থাকবে।তারা (মানুষকে) কল্যাণেরদিকে নির্দেশ করবে কিন্তু তারা তা প্রত্যাখান করবে।অতপরতারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে।অবশেষে তা তাদের দেয়া হবে, যা তারা চেয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করবে না।অবশেষে আমার পরিবারের একজন লোকের নিকট তা (“অর্থাৎখেলাফতের নেতৃত্বের ক্ষমতা”-৪০৮৫ নং এবং ৪০৮৮ নং হাদিছ থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়।হাদীছ নং ৪০৮৮-রসূলুল্লাহসাঃ বলেছেন, “পূর্ব দেশ থেকে কিছু লোক বেরহবে এবং তারা মাহদী এর রাজত্ব প্রতিষ্ঠা করবে”।-আর আল্লাহই সবথেকে ভাল জানেন) সোপর্দ করা হবে।সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করে দেবে,যেমনিভাবে লোকেরা একে যুলুম নির্যাতন দ্বারা জর্জরিতকরেছিল।তোমাদের মাঝে যারা সেই যুগ পাবে,তারা যেনো তাদের সাথে সমবেত হয়, যদিও তাদের বরফের উপরহামাগুড়ী দিয়ে যেতে হয়। সুনান ইবনে মাজাহ্-হাদীছ নং-৪০৮২


Posted via Blogaway

No comments:

Post a Comment