DESHERPATRO

Friday, March 7, 2014

মোমেন যদি মোমেন কে বন্দু না ভাবে তাইলে কাকে ভাববে??? (সুরা আলে-এমরান-২৮)

মোমেন যদি মোমেন কে বন্দু না ভাবে তাইলে কাকে ভাববে??? (সুরা আলে-এমরান-২৮)

মোমেন মোমেন ভাই বোনদের প্রতিই যদি Attractive না হয় তাইলে হবে কাদের প্রতি?? 
সেটা হোক ১% বা ১০০০% যতই হোক না কেন তারা আল্লাহর কথা মোতাবেক অহংকার না কোরে আল্লাহর এই সুন্দর ফয়সালা কেই মেনে নিবে প্লাস সংশোধন হইয়া যাবে। আর যদি সংশোধন না হয় তাইলে মহান আল্লাহর কথাই ঠিক যে তাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই,আর যারা আত্মরক্ষার জন্য কোরবে তার সমাধানও আল্লাহ এই আয়াতে দিয়েছেন।আমাদের উচিত আল্লাহর উপরেই নির্ভর করা।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment