DESHERPATRO

Monday, March 17, 2014

আমি কোথায়???

আমি কোথায়???

সত্য প্রচারে আমি যেন পিছিয়ে
চারিধারে শয়তানের ফাদ পেছিয়ে
মোহ করে করে রেখেছে এই রঙ্গীন দুনিয়া
এখনই সময় নিতে হবে সত্যকে চিনিয়া।
না হয় থেকেই যাবো ঘোর অন্ধকারে
আজও সত্য না বুঝেই ঘর সংসারে?

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment