ভুল হয়ে যায়-----
একবার করেছি ভুল
আরেকবার পেয়েছি তার মাশুল।
সবি বুঝিনা লেখার ছলে বাধে গোল
কিভাবে হবে যে মোর সত্য উসুল?
আমি কাঁদিতে এ বেলা
কিছু ক্ষনের জন্যই তো পথচলা।
এ ক্ষনেই কি মোর হবে পথভুলা?
চাহি ক্লেশ কেটে আসুক সুখের মেলা।
তাহারে করিয়া সম্বল এক বেলা
সেতো পাখির মত উড়ে মনে দেয় দোলা।
একবার দাড়িয়ে দেখো সামনে পথ খোলা,
সত্যের তরে আজিকে মোর আখি যে মেলা।
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
No comments:
Post a Comment