DESHERPATRO

Tuesday, January 14, 2014

আমি সেই দিন হবো শান্ত,কবিতা

আমি সেই দিন হবো শান্ত
কবিতা

আমি সেই দিন হবো শান্ত
যেইদিন দাজ্জাল কে খাবো জ্যান্ত।

সায় দেয় না মন আমার রেগে মেগে উটি
মোসলেম হয়েও তুমি দাজ্জালের জুটি।

আছে কোথায় মোসলেম, ভাই বোন মরে যায়
ঘরে বসে মহা মোসলেম বিপদ নাহি দেখিতে পায়।

যতই থাকো বসে অহে তাগুত
দাজ্জাল ধবংস হবে দিয়ে হেযবুত।

প্রভুর দয়ায় দাজ্জালকে চিনিলাম
চিহ্নিত কোরলেন যিনি তারে হাজার সালাম।

উনি তো সেই এ যামানার এমাম
এমামুয্যামান বায়াজীদ খান।

প্রভুর দয়ায় বুঝিলেন তিনি দাজ্জালের রুপরেখা
বিরুদ্ধে তাহার দাড়িয়ে হেযবুত জ্বালাবে অগ্নিশিখা।

প্রানপণ কোরছে লড়াই হেযবুত মোজাহিদ
রাসুলের কথায় দাজ্জালের প্রতিরোধে তারা শহিদ।
প্রমান হলো আল্লাহ দিলেন মো'জেজা
মৃত্যুর পরেও রয়ে যায় তাজা।

এইবার সময় এসেছে এসো বেরিয়ে
দাজ্জাল তন্ত্র ধ্বসে বিজয় আনো ছিনিয়ে।

অশান্তির কারাগারে ভুগছে সবাই
তারাও তো মানুষ তোমার বোন আর ভাই।

আজিকে ধরায় কোথাও শান্তি নাই
মা বোন ধর্ষিতা হয়ে না পায় ঠাই।

দাজ্জাল ধবংসে যদি বের হও
তবে উপায় কিসে আমারে কও।

এই দুনিয়া ধবংস করিবে দাজ্জাল অচিরেই
এমন পারমাণবিক করলো তৈরি তুমি তো মরবেই।

এবারও যদি হুশ না হয় তোমার
বলেছি আমি প্রভু দেখবে পরপার।

সিকদার হাবিব----

No comments:

Post a Comment