DESHERPATRO

Friday, January 10, 2014

যারা বেদাত হতে চান এসতেমায় যান। কবিতা

এসতেমা বেদাত -- কবিতা

যাহারা বেদাত হতে চান
তাহারা এসতেমায় যান।

হজ্জে জেহাদে ডাকে আল্লাহ
ডাকে এসতেমায় বেদাতীরা।

মুখুশ খুলে যাবে এবার
তওহীদ আসছে এগিয়ে
বেদাত হবে ধবংস
প্রভুর হাতে হাত মিলিয়ে।

ইয়া আল্লাহ কর মোদের সাহায্য
মোরা চাহি তোমার সত্যদীন
এনশা'আল্লাহ হবেই জয় প্রভুর দীন।

সিকদার----

No comments:

Post a Comment