DESHERPATRO

Friday, January 10, 2014

জাকির নায়েক ভালো কথা বলে যুক্তি দিয়ে,কিন্তু!

জাকির নায়েক ভালো কথা বলে যুক্তি দিয়ে

মোসলেম বানাতে আল্লাহ উনাকে সাহায্য মাশাল্লাহ।
কিন্তু রাষ্ট্রে এসলামী খেলাফত, রাষ্ট্রে ক্ষমতা আইন বিধান, সার্বভৌমত্ব যে আল্লাহর সেইটা বলেনা। সেইটা বললে তো মহা প্রব্লেম।  (তাই দেখুন ভাই নুর 55) যে এতো প্রচার কোরতেছে লেকিন রাষ্ট্রে নয় শুধু সারা বিশে এই এসলাম (সত্য জীবনব্যবস্থা)  প্রতিষ্ঠা করা দায়িত্ব কাদের?  এই ধর্মীয় লোকদের
।। এরাই যদি না কোরে তাহলে কোরবে কারা? 1400 বছর পার হোয়ে গেলো লেকিন সারা দুনিয়ায় ( তো দুরের কথা একটা রাষ্ট্রে সমাজে পযন্ত এক ইঞ্চি যায়গায় এসলাম প্রতিষ্ঠা কোরেছে? যেভাবে মোসলেম হোচ্ছে।।  এভাবে সারা দুনিয়ার মানুষ মোসলেম হলেও শান্তি আসবেনা যদি আল্লাহর না হওয়া হয় এবং মানুষের সিস্টেম কে (ভুল দীন -ভুল জীবন ব্যবস্থা) বাদ হয়।

তাহলেই শান্তি।
রাষ্ট্রশক্তি ছাড়া এ এসলাম এসলামই নয়।

No comments:

Post a Comment