DESHERPATRO

Thursday, January 16, 2014

ধর্মের ব্যবসা? কবিতা,সিকদার--


ধর্মের ব্যবসা?
----------সিকদার----

কিসের বলে করিবে তুমি
ধর্মের নামে রাজনীতি?

মোরা নামদারী মোসলেম
কাম নাহি করি বেচে খাই এলেম

কথায় কথায় ডাকি মিছিল
জনসম্পদ নষ্ট করাই মোদের ড্রিল।

ধর্ম গেলো ধর্ম গেলো বলে চিল্লাই
এ চিন্তা নাইকো তুমি যে ধর্মের মধ্যেই নাই।

বিশ্বনবী করিলো কি আর তোমরা কর কি
বাহাত্তরে বিভক্তি তুমি বলো এটাই এসলামী?

এসলাম মানে কি জানোনা কলেমার হক কি
বলিলো রসুল তেহাত্তুরে একটি জান্নাতী।

কোরান বেচা,এমামতি করে পয়সা নাও কিসের বলে
বলো দেখি হাদিয়া নেয়ার ফতোয়া কোথায় মিলে?

এসলামে ধর্মব্যবসা নাহি করিবার অনুমতি
তবুও কেন আজিকে এই ফতোয়াবাজী?

ধর্মব্যবসা ডকুমেন্টারি ফিল্মটি দেখুন-
http://m.youtube.com/watch?feature=share&v=Wj3vDwbZc1c&desktop_uri=%2Fwatch%3Fv%3DWj3vDwbZc1c%26feature%3Dshare
সিকদার---

No comments:

Post a Comment