জয় তো তাদেরই--- সিকদার----
-------------------------------
আমি ব্যক্ত করিবার চাহি মনের ভাষা
ঠায় কোরে বন্ধ করিবে কোন ঠাসা?
না আমি চাহি তাহা করিবার
আছে কে আমায় রোধিবার?
পাবে নাকো সে সময় যদি হারিয়ে যায়
প্লাবন এসে ভাসিয়ে নিবে তোমায়।
কোন তীরে থাকো তুমি কুলকিনারা নাই
ফুরিবে তুমি অন্তিমের কথা ব্যক্ত করে যাই।
একদিন সময় ঘনিবে
চারিধারে গুঞ্জন ছড়িবে।
সত্য ভেদ করে উকি দেবে
বাধা কই আছে কি ফিরাবে?
চুরমার হবে যে তাহাই
সত্যের মুখে বাধা যাহাই
আর থাকো নাকো শয়তানের জিঞ্জিরে
একবার বেরিয়ে এসো জেহাদের প্রান্তরে।
লড়ে যাও সত্যের পক্ষে বিমুখ নয়
সত্যের জয় মিথ্যেরই ক্ষয়।
কবিতা লেখা- সিকদার--হাবিব--- সময় সকাল -১০:৫২, বৃহস্পতিবার, ১২ডিসেম্বর ২০১৩.
No comments:
Post a Comment