DESHERPATRO

Friday, January 10, 2014

আল্লাহ কি লেবাস দেখে না অন্তর?

আল্লাহ কি লেবাস দেখে না অন্তর?

আল্লাহ লেবাস দেখেন না দেখেন অন্তর।।।  কেন আল্লাহ্‌ অন্তরের কথা বলে ভুল করে ফেলেছেন নাকি? তাইলে আল্লাহ বলতো তোমাদের অন্তর দেখিনা লেবাস দেখি।

আজ দেখছি মানুষ মহা বোকার সাগরে বাস করছে আল্লাহর কথার উলটা পথে চলছে। জাকের নায়েক কি বলে সেটা মুখ্য বিষয় লেবাস কাপড় চোপড় দিয়ে কি মানুষ বিচার করা যায়?

আপনি যে ভাল মানুষ তা আমি কেমনে বোঝবো? আপনি যে খারাপ তা আমি কেমনে বুঝবো? আপনার যে লেবাস আছে তাতে যে আপনি কুকাম করেন না তার প্রমান কি?...

আপনি যে লেবাস দিয়ে ওয়াজ করে,এমামতি করে ফতোয়াবাজী করে,কোরান বেইচা পয়সা নেন না।।। তার প্রমান কি? নেন লেবাসদারী রাই নেন।। যাদের লেবাস নেই তারা কিন্তু কোরান বেইচা খায় না।।। আল্লাহ কেন নিষেধ করলেন কোরানের আয়াত বেচা দিতে?(বাকারা 174 দেখুন)

তাহলে লেবাস মানুষ এর আসল পরিচয় নয়। পরিচয় হলো তার কাজকামে।। সে কি কামটা করে।। হক না না হক।।। দাড়ি, লেবাস দেখে মানুষ বিচার করা যায়? Possible or Impossible?

তাহলে দেখতে হবে সে লোকটা ভাল না খারাপ কেতাবুল্লাহর মাধ্যমে। এক টা সিং দাড়িওয়ালা কি দেখে তাকে বিচার করবেন? সে সালাতে এমামতি কোরতে পারবে তাইনা?
না কি বলেন?

একজন দাড়িওয়ালা পাদ্রী খ্রিস্টান, তার বেলায়ও ঐ  একই কথা।হিন্দু দাড়িওয়ালা পুরোহিত, লেবাসদারী একই কেটাগরির লোক।কোন তফাত নেই।
আছে কিসের একজন আল্লাহ কে বিশাস করে আল্লাহর কাম করে আবার বাকি গুলো করে না। জাকির নায়েক বলে কোরানের যুক্তিসঙ্গত কথা।।। আর লেবাসদারী রা অনেকে গোমরাহী করে।।। তাহলে লেবাসদারী কোন গ্রহনযোগ্যতা এখানে নেই। এখানে আছে কে কি করে।
একজন মানুষ কে গোমরাহীর পথে ডাকে আরেকজন সত্যের পথে আহব্বান করে সত্য গ্রহনের জন্য।  তাইলে আল্লাহ কি দেখেন লেবাস না অন্তর?

সিকদার----

No comments:

Post a Comment