কোরান ও সুন্নাহ
আল্লাহর নামে শুরু করলাম
1)কোরান 2) এর হুকুম সমুহ অনুসরণ ও প্রতিষ্ঠাই হলো সুন্নাহ বা নবীর আদর্শ (মানে প্রকৃত এসলাম)।
হাদিস:-
রাসুলাল্লাহ (দ:) বোলেছেন: আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি,যত দিন তোমরা এ দুটি আকড়ে থাকবে তত দিন তোমরা পথভ্রষ্ট হবে না,আল্লাহর কেতাব ও আমার সুন্নাহ।
(মুয়াত্তা মালেক)
ব্যাখ্যা :- এই জন্য আল্লাহ বললেন - আমি আমার রসুল (দ) কে পাঠিয়েছি এই জন্য যেন সারা দুনিয়ায় অন্যান্য ভুল দীন (ভুল জীবন ব্যবস্থার) উপর সত্যদীন (সত্য জীবনব্যবস্থা) এসলাম প্রতিষ্ঠা করেন। (দেখুন সুরা তাওবা 33;ফাতাহ 28;সফ 9)
তাহলে কি দাঁড়ালো? যে এই দাঁড়ালো আল্লাহর কেতাব আল্লাহ দিলেন ওটা দিয়ে মানবজাতিকে এক তওহীদের ছায়াতলে এনে যায়গা দিয়ে, অন্যায় অবিচার বন্ধ কোরে শান্তি এসলাম প্রতিষ্ঠা কোরে আল্লাহর চ্যালেঞ্জে শয়তান ঠকিয়ে আল্লাহ কে জিতানো।
এই হলো এসলাম এর বাহিরে কোন এসলাম নাই।
আমি সত্য শিক্ষা গ্রহন কোরেছি "এ যামানার এমাম এমামুয্যামান (The Leader of the time) জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর মাধ্যমে। উনি আমার আত্তার মানুষ।উনাকে হাজার সালাম জানাই।
সত্য জানার জন্য ভিজিট করতে পারেন-
www.hezbuttawheed.com
www.tawheedprocation.org
www.desherpatro.com
www.dainiknews.com
No comments:
Post a Comment