DESHERPATRO

Saturday, January 11, 2014

স্রষ্ট্রা বিশাসী হয়েও স্রষ্ট্রার সিস্টেমকেই অসীকার

স্রষ্ট্রা বিশাসী হয়েও স্রষ্ট্রার সিস্টেমকেই অসীকার
===========================
আজ দুনিয়ায় স্রষ্ট্রা বিশাসী সংখ্যা বেশি নাকি নাস্তিক?  তাহলে নাস্তিকের সিস্টেম কেন মানবো?

1)আপনি আমি কি মুসলিম? তাইলে চাইনা কি আল্লাহর আইন/আল্লাহর সিস্টেম? (We don't want system of Allah? )

2)আপনি হিন্দু চান না কি ভগবানের হুকুম/আইন(সিস্টেম) প্রতিষ্টিত হোক?

3)আপনি ইহুদী চান না কি ইশর এর হুকুম/(System)বিধান প্রতিষ্টিত হোক?

4) আপনি খ্রিস্টান চান না কি গডের হুকুম ,সিস্টেম (LAW) Established হোক?

(3,4- কখনই চাইবেনা প্রভুর সিস্টেম প্রতিষ্টিত হোক কারন এদের দারাই দাজ্জালের জন্ম ও দাজ্জালের পালন +এরা দাজ্জালকে যত্ন করে বড় কোরেছে,এখন সেই মহাশক্তিশালী দাজ্জাল আজ যৌবনে উপনীত।

*★দাজ্জাল ইহুদী-খ্রিস্টান সভ্যতা *★""

1(Muslem)এর কথা ছিলো সব বাদ দিয়ে আল্লাহর বিধানই প্রতিষ্ঠা করা যে যাই মনে হোক তাই বলুক তার পরেও আল্লাহ শত বাধা বিপত্তি উপেক্ষা করে এটা করতে বললেন।(দেখুন তাওবা 33;ফাতাহ- 28;সফ- 9)
এই দায়িত্ব টা নবী (দ) এর উপর ছিল। যেটা আজ উম্মাহ না গ্রহন করে অমান্য করে বসে আছে।আজ লানত কাদের উপর? এদের (Muslem) উপরই।(তাওবা -38-39 দেখুন )

আর 2 নাম্বার? 2 নাম্বার মানুষ দেখলেও সেজদা মারে, গরু ছাগল দেখলেও সেজদা মারে।ইট-পাথরের তো কথাই নেই। এরা দাজ্জালের হুকুম বিধান মেনে নিয়া সেজদা কোরবে এটাই সাভাবিক। কারন দাজ্জাল দেখলেই তারা বলবে এই যে এসে গেছে আসল ভগবান।কারন তাদের কাছে সবই বগবান মনে হয়।

উপরোক্ত ভাগ গুলো সবাই স্রষ্ট্রা বিশাসী কিন্তু হুকুম মানে দাজ্জালের স্রষ্ট্রার হুকুম বিধান বাদ রেখে রাষ্ট্রে।  কারন অপরাধ নির্মুল হয় তখনি যখন রাষ্ট্রে সঠিক বিধান থাকে মানবরচিত বিধান বাদে
(মানে স্রষ্টার বিধান-যিনি বানাইছেন তিনি বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন?)

রাষ্ট্রে যদি আত্তাহীন বিধান, দন্ডবিধি সব মানবরচিত থাকে তাইলে স্রষ্ট্রার সৃষ্ট মানুষের প্রতি অবিচার হবে। বর্তমানে তাই হচ্ছে। এই ভুল বিধান আইন রাষ্ট্রে থাকলে ব্যক্তি জীবন যাও ধর্ম কর্ম আছে তাও অকালে বিলীন হয়ে যাবে, ধবংস হয়ে যাবে। (অস্তিত্ব হারিয়ে অন্যায়ে জড়িয়ে শান্তির জন্য ছুটাছুটি কোরবে।)
বর্তমান এর দিকে চেয়ে দেখুন- তাই কিনা???

আমরা স্রষ্ট্রার সিস্টেম চাই কি চাইনা? হ্যা বা না।
হ্যা থাকলে সুখে আপনারা, আর না থাকলে স্রষ্ট্রার কিছুই হবেনা।ক্ষতি আপনার (যেমন বর্তমান)  ঢের পান না?  অশান্তিতে কারা?এই আমরা যারা স্রষ্ট্রা বিশাসী।  আর সারা দুনিয়ার শাসকগোষ্ঠী এর দিকে চেয়ে দেখুন তারা আমাদের লাথ মেরে উপর দিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। তবুও আপনার আমার হুশ হয়না? কিন্তু কেন?
চোখ খুলুন চেয়ে দেখুন দুনিয়ায় শান্তিতে(জান্নাতে) আছে দাজ্জালের অনুগামী শাসকগোষ্ঠী ও দাজ্জালের খাস অনুসারীরা ।

আমরা বিশাসীরা অযথা মারামারি করছি। অন্যদিকে দাজ্জাল তার কাজ করে যাচ্ছে মহা আনন্দে।

Please just think about system of Almighty Allah (Our creator)
আল্লাহ সবাই কে সত্য বুঝার তওফীক দান করুন।(আমিন)
visit our website
www.hezbuttawheed.com
www.desherpatro.com

সিকদার----

No comments:

Post a Comment