DESHERPATRO

Thursday, January 16, 2014

বর্তমান পন্ডিত আহবার ও রোহবানগণ,রাব্বানীগণ কি সঠীক পথে আছে ??

বর্তমান পন্ডিত আহবার ও রোহবানগণ,রাব্বানীগণ কি সঠীক
পথে আছে ??
আসমানী কিতাব প্রচার/প্রতিষ্ঠা/বাস্তবায়ণের পথে নবী ও রসুল
মুহাম্মদ (স:)-এর পূর্বে অনেক নবী-রসুল প্রেরিত হয়েছে তাদের
মধ্যে অনেকের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে অনেকের কথা উল্লেখ
করা হয়নি দেখুন সূরা – ০২:৮৭>০৪:১৬৩-১৬৫>৪০:৭৮।
আল্লাহ্ প্রেরিত নবী-রসুলদেরকে অনেক মানুষ নবী-রসুল
হিসাবে অস্বীকার করেছে।প্রস্তর আঘাতে মারতে চেয়েছে,দেশ
থেকে বিতাড়িত করেছে,অগ্নিকুন্ডে নিক্ষেপ করেছে,শুলে বিদ্ধ
করে মারতে চেয়েছে,কত নবী-রসুলদেরকে হত্যা করেছে।তারা নবী-
রসুলদেরকে ঠাট্রা বিদ্রুপ করেছে,মিথ্যাবাদী,গণক,যাদুকর,পা
গল,দাম্ভিক,মিথ্যা উদ্ভাবনকারী বলে গালি দিয়েছে দেখুন সূরা –
০২:৬১>০৩:২১,১১২,১৮১-১৮৪>৮৭:৯১>০৬:১০>১৩:৩২>১৪:১৩>১৫:৬,১১>২১:৬
৮-৭০,৯১-৯৫>২৩:২৫-২৭,৩৮-৪৮,৭০>২৫:৪১>২৬:১১৬,১৫৩,১৬৭,১৮৫,১৮৬>২৯
:২৪>৫১:৫২>৫৪:২৫।
ইহুদি ও খ্রীষ্টান পন্ডিত আহবার ও রোহবানগণ,রাব্বানীগণ
আসমানী কিতাব বিকৃত করেছে,গোপন করেছে,আয়াতের বিনিময়ে তুচ্ছ
মূল্য (টাকা) গ্রহণ করেছে,আয়াত পরিবর্তন ও বিকৃত করেছে বলে আল-
কুরআনে উল্লেখ রয়েছে।দেখুন সূরা – ০২:৪১,৭৯,১৪০,১৫৯>০৩:৭৫-৭৭,১৮৭,
০৪:৪৬>০৫:১৩-১৫,৪৪>০৬:৯১>০৯:০৯>০৭:৬২,১৬৯।
মুসলমানদের ধর্ম প্রচারক কি ইহুদি-খ্রীষ্টানদের মত ব্যাবসিক নয় ?

------------হেযবুত তওহীদ, সিকদার হাবিব।

ধর্মব্যবসার এই ডকুমেন্টারি ফিল্মটি দেখুন এনশা'আল্লাহ ধর্মব্যবসায়ীদের মুখুশ খুলে যাবে।
http://m.youtube.com/watch?v=Wj3vDwbZc1c&desktop_uri=%2Fwatch%3Fv%3DWj3vDwbZc1c

No comments:

Post a Comment