DESHERPATRO

Saturday, January 11, 2014

আল-জামায়াত কারা?

আল-জামায়াত কারা?

নামে নয় কামেই তার পরিচয়
যদি তা আল-জামায়াত হয়।

আল-জামায়াত হতে সরে গেলে আধ হাত
এসলামের বাহিরে তুমি যতই করো বাজীমাত।

বলেছে সয়ং নবী যদি করো সন্দেহ একা
হবেনা এসলামের কিছু পরকালে যাবে দেখা।

এমরান একশতিন ই হলো আল-জামায়াত
সফ চার না পালন করেই বাজীমাত?

যতই বলো আল-জামায়াত কাম নাই
নামদারী মোসলেমদের কোন দাম নাই।

সিকদার----

No comments:

Post a Comment