DESHERPATRO

Wednesday, January 15, 2014

আসুন দাজ্জালের"ইহুদী-খ্রিস্টান এর সুদভিত্তিক সিস্টেম পাল্টাই।

আসুন দাজ্জালের"ইহুদী-খ্রিস্টান এর সুদভিত্তিক সিস্টেম পাল্টাই।
সুদ নেওয়া হারাম
সব মিলিয়ে যাই নিলো তাইতো নাকি? কি নিলো কর মুনাফা নিলো, যাহা নিলে সমাজের যে অংশ হইতে নিবে সেই অংশ দরিদ্র হবে কিসের ফলে? শোষনের ফলে ।কারন শোষন করেই তো সুদখোরেরা একদিকে সম্পদ এর পাহাড় গড়ে ফেলে অন্যদিকে অভাব তেরি করে। আমাদের সরকার বিদেশ থেকে যে হারে সুদে টাকা এনেছে তার আসলের সুদই আজও দিতে পারেনি। আরো নতুন সুদে টাকা এনে আসলের সুদ দিচ্ছে। আরো নতুন নতুন সুদের পাহাড় গড়তেছে।পাশ্চাত্যের দেশ ধনী হতে আরো ধনী হচ্ছে। আর আমাদের দেশগুলিতে শোষনের হাতিয়ার ব্যাংক ভিত্তিক ব্যাবস্থা ইহুদী-খ্রিস্টান এর সুদ ভিত্তিক। আল্লাহ বল্লেন খরচ কর, যাকাত দাও জমা করোনা।সুদ টা অরথনেতিক সম্পকিত পাশাপাশি জীবনের সাথে /সমাজের সাথে জড়িত । এই জন্য যে মানুষের নিরাপত্তার যেরকম প্রয়োজন, বাসস্থান,খাবার, বস্ত্র ইত্যাদি যে রকম প্রয়োজন সেই রকম প্রয়োজন অরথের।তাই মহান আল্লাহ যাকাতের ব্যাবস্থা করলেন যাতে অরথের সুষ্ঠ বন্টন হয়। (Money circulation) মানুষের জীবনে আজ অরথনেতিক সমস্যা টা সবচেয়ে বড় সমস্যা। মানুষ পারছেন মানুষ আজ দেঊলিয়া হয়ে আছে শুধু, দাজ্জাল!! ইহুদী-খ্রিস্টান এর সুদভিত্তিক ব্যবস্থার ফলে বুঝতেও পারেনা যে কিভাবে তাদের শোষন করে দেঊলিয়া করা হচ্ছে। ভবিষ্যৎ অন্ধকার মানবজাতির।যতদিন মানব জাতি ইহুদী-খ্রিস্টান এর তন্ত্র মন্ত্র ব্যবস্থা বাদ না দিয়ে স্রষ্টার বিধান না নিবে (মানে বতমানের সিস্টেম না পাল্টাবে ) ততদিন মানব জাতি এই শোষনের হাত থেকে বাচতে পারবেনা।Example : প্রাচ্যের গরীব দেশগুলিতে দাজ্জাল!! ইহুদী-খ্রিস্টান এমন ই মরন ফাদ পেতে রেখেছে যে এরা মারামারি করবে পাশ্চাত্য লাভবান হবে। একদিক দিয়ে পয়সা সুদে দিবে আরেক দিক দিয়ে মরনফাদ পেতে দিবে। সুদ এ পয়সা আনতে বতমানে কিছুই না।শোষন এর ফলে আমাদের দেশের মানুষের হাড্ডি গোড্ডি পযন্ত দায়বদ্ধ আজ। এবার বুঝেছেন কোথায় সম্পকিত সুদের?

No comments:

Post a Comment