¤ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২
কোটি।
¤ পৃথিবীর জনসংখ্যার
অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮%।
¤ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম
মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম
মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর
বৃহত্তম মুসলিম শহর করাচী (পাকিস্তান)।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে
যে সবচে'বেশি মুসলমান বাস
করে ভারতে (১৬%) ☞ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন
মহাদেশের মুসলিম জনসংখ্যার
শতকরা হার:::::
¤ এশিয়া- ২৪%
¤ ইউরোপ- ১%
¤ আফ্রিকা- ৫৯%
¤ উত্তর আমেরিকা- ১.৫%
¤ দক্ষিণ আমেরিকা- ০.৫০%
☞রাষ্ট্রসংখ্যা ::::::
¤ পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
¤ পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।
¤ পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র
৬৫ টি।
¤ OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
¤ সর্বশেষ স্বাধীন মুসলিম
রাষ্ট্র- কসোভা (ইউরোপ)।
¤ পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার
অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার
২৬%।
শেয়ার করে অন্য মুসলিম
ভাইকে জানাতে সাহায্য করুন
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Wednesday, January 15, 2014
¤ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment