আল্লাহর যে সুন্নাত রাসুলুল্লাহ(স)ও উম্মতেরও একই সুন্নাত।
দাড়ি-টুপিই কি তরিকা/সুন্নত না আল্লাহ কি বলেন?
রাসুলুল্লাহ (স) এর সুন্নাহ কি? জানেন?
আল্লাহ সরাসরি বোললেন রাসুলুল্লাহ( সা) এর সুন্নাহ -দেখুন আল্লাহ বোললেন - দুনিয়াতে উদ্ধত্যের কারনে কুচক্রের কারনে। কুচক্র কুচক্রীদের ঘিরে ধরে। তারা কেবল পুববতীদের দশাই অপেক্ষা করছে।অতএব
আপনি আল্লাহর বিধানে কোন পরিবতন পাবেন না।আল্লাহর সুন্নাতে কোন রকম বিচ্যুতি পাবেন না।(সুরা- ফাতির 43)
কি সেই সুন্নাহ আল্লাহর উওর - এটাই আল্লাহর সুন্নাত,যা আগে থেকে চালু আছে, তুমি আল্লাহর সুন্নাতে কোন পরিবতন পাবেনা। আবারো আল্লাহ্ তার সুন্নাত কে মজবুত করার জন্য খাটি ভাবে একের পর এক তিনটি আয়াত বোলে দিলেন-
আমি আমার রাসুল কে হেয়াদাহ ও সত্যদীন (জীবনব্যবস্থা/way of life)দিয়ে পাঠিয়েছি, তিনি রসুল যেন এই দীনুল হক( সত্যদীন/way of life)
অর্থাৎ জীবন ব্যবস্থা টা অন্যান্য ভুল জীবনব্যবস্থা র উপর বিজয়ী হিসেবে প্রতিষ্টিত করে। (ফাতাহ28;তাওবা 33;সফ 9)
এই হইলো রাসুলুল্লাহ সুন্নাহ, তরিকা,(এইজন্য আল্লাহ নিজেও এই সুন্নাতে আছে) ও রাসুলুল্লাহ (স) এর জীবনের মুখ্যকাজ।এবং দাড়ি-টুপি, মেসওয়াক ইত্যাদি হইলো গৌণ।এই দাড়ি টুপি পাগড়ী বহু ইহুদী-খ্রিস্টান, হিন্দু বোদ্ধেরও সুন্নাহ।
আল্লাহর সুন্নাহ কি? তাইলে কি আল্লাহ্ দাড়ি-টুপি রাখেন নাকি?(নাউযুবেল্লাহ)
দাড়ি হইলো পুরুষের সোন্দয, দাড়ি-টুপি কেই মুখ্য
বানাইয়া নিয়েছে আজকের নামদারী আকিদাবিহীন মোসলেম জাতি।এদের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই।আছে একটা লক্ষ্য কিভাবে দীনের চুলছেরা বিশ্লেষণ করা যায়।এরা এ ছাড়া আর কিছুই পারেনা ,ছাগল দিয়া কোনদিন ধান পারানো যায়না।
আপনারা কোরানের আয়াতকেই অসীকার করে মহা কাফের হইয়া ইহুদী-খ্রিস্টান এর মত দাড়ি রাইখা আবার বোলেন যে সুন্নাত কই? আপনারা খ্রিষ্টান দের আলিয়া মাদ্রাসায় শিক্ষিত ও বতমানে ইহুদী-খ্রিস্টান এর আইন দেশে মেনে প্রতিবাদ না করে কাফের হইছেন।(মায়েদা 44;45;47)
যে পযন্ত রাসুলুল্লাহ (স) ওই কাজ গুলা না করবেন ততদিন মোমেন হতে পারবেন না।
No comments:
Post a Comment