সত্য দীন কায়েমে ডাকছে হেযবুত তওহীদ।
________________________
এসো ডাকছে হেযবুত তওহীদ
দীন কায়েমের তরে ভাংগো নীদ।
মরনের মালা নাও গলে দাও গীট
জেহাদ করো বাতিলের সাথে হও শহীদ
মহান প্রভু দয়া করে সত্য আকীদা দিলো দীনের
কোথায় তুমি মোমেন সংশয় দুর করো মনের
একতাবদ্ধ হোও তুমি ন্যায় সীসাঢালা প্রাচীরের
সত্য দীনের প্রতিশ্রুতি কথা শোনো যামানার এমামের
হারানো অতীত সত্য এসলাম পুনর্জীবিত
আসো তুমি থেকোনা বসে ঘরে শপথ নাও করো জিদ
হাজার বাধা পেরিয়ে আসছে হেযবুত তওহীদ।
যামানার এমাম আল্লাহর মনোনীত মোহাম্মদ বায়াজীদ ।
সময়ের নেতা দি লিডার অফ দ্যা টাইম
সামনে সময় এনশা'আল্লাহ হবে দীন কায়েম
প্রভুর দয়ায় হলেন উনি শেষ যামানায় এমাম
এমামের হুকুম দীন কায়েমে বাধা ভেংগে দাও দুর্গম
সত্য এসেছে থেকোনা বসে
সময় এসেছে দাজ্জাল ধবংসে
দাজ্জাল ধবংস হলে পুরুষ্কার কিসে?
তুমি সেনিক রুখে দাড়াও তুমিই সবার শীর্ষে।
তবুও সন্দেহ তোমার কোথায়
মো'জেজা দিলেন মোদের প্রভুর দয়ায়,
জীবন গেলে প্রভুর পথে তাজা রয়ে যায়
বাহিরে চোখে দেখো সত্য আসলে সত্য নয়।
বিকৃত এসলাম চাও কি কায়েম করিতে
পারিবেনা কেন তুমি যাও মরিতে
আসো সত্য দীন কায়েমে মহাজাতী গড়িতে
কলেমায় চুক্তিবদ্ধ হোও যাও হেযবুত তওহীদে।
হেযবুত তওহীদ, সিকদার----
No comments:
Post a Comment