DESHERPATRO

Wednesday, January 15, 2014

কলেমা ভুল করে "রসুলের জায়গায় "আশরাফ আলী থানভী "কেন?

কলেমা ভুল করে "রসুলের জায়গায় "আশরাফ আলী থানভী "কেন?
আশরাফ আলী থানভী এর নামে যদি কলেমা ভুল হয় তাহলে এগুলো কেন প্রকাশ করা হলো?আজগবি কাজ কারবার আর কতদিন। খেলাফত আসছে। সব চুরমার হয়ে যাবে এনশা'আল্লাহ - দেখুন সার্কেদের কাজকারবার< ভাবটা কি যেন শয়তানে আছর করেছে।ভুয়া কাজকারবার - মহা বেদাত থেকে দুরে থাকুন।

আশরাফ আলী থানভী এর সার্কে দের ভক্তির নমুনা দেখুন- পাকল ছাড়া সবাই বুঝবে এনশা'আল্লাহ।

>>একদা স্বপ্নে আমি কালিমা পড়ছিলাম। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ
স্থলে হযরতের নাম নিচ্ছিলাম। তখনি আমার মনে উদয় হয় যে, আমি ভুল
করছি কালিমা পড়ার ক্ষেত্রে। সঠিকভাবে পড়া উচিত। এ
খেয়ালে দ্বিতীয়বার কালিমা শরীফ পড়লাম। মনেতো এটা আছে যে,
সঠিকভাবে পড়বো, কিন্তু অনিচ্ছা সত্বেও মুখ থেকে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এর স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়। অথচ আমার
একথা জানা আছে যে, এমনটি জায়েজ নয়। কিন্তু অনিচ্ছায় মুখ
থেকে এটাই বেরিয়ে যায়। দুই তিনবার যখন এমনি হল। তখন হুজুর
সাঃ কে আমার সামনে দেখতে লাগলাম। হুজুর সাঃ এর
পাশে আরো মানুষ ছিলেন। আমি এমনটি করতে ছিলাম
দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন আমার উপর কান্না প্রবলতা এত বেড়ে গেল যে,
আমি দাঁড়ানো থেকে পড়ে গেলাম। সাথে অত্যান্ত জোরে চিৎকার
দিলাম। আর আমার মনে হচ্ছিল যে, আমার ভিতর কোন শক্তি নেই। এমন
অবস্থায় আমি ঘুম থেকে জেগে গেলাম। কিন্তু তখনো শরীরে ছিল
অনুভূতিহীনতা। ছিল উক্ত ঘটনার প্রতিক্রিয়াও। অথচ ঘুমন্ত ও জাগ্রত উভয়
অবস্থায় রাসূল সাঃ এরই খিয়াল ছিল। কিন্তু জাগ্রত হওয়ার পর যখন
কালিমা ভুল পড়ার কথা স্মরণ হল-তখন মন থেকে এ ধারণাটি দূর করার
জন্য, এবং কখনো যেন এমন ভুল না হয়, তাই এ চিন্তায় বসে গেলাম।
তারপর এক পাশে কাত হয়ে কালিমা শরীফের ভুল পড়ার
ক্ষতিপূরণার্থে রাসূল সাঃ এর উপর দরুদ পড়তে শুরু করলাম। কিন্তু তারপরও
মুখ থেকে বের হচ্ছিল-
আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা
আলী, অথচ আমি সজাগ। ঘুমন্ত নই। কিন্তু আমি অনিচ্ছাকৃত ছিলাম।
অপারগ ছিলাম। জিহবা নিজের আয়ত্বে ছিল না। সেদিন এভাবেই গেল।
দ্বিতীয় দিন জেগেই ছিলাম। খুব কেঁদেছি। আরো অনেক কারণ আছে,
যা হুজুর [আশরাফ আলী থানবী রহঃ] এর সাথে মোহাব্বাতের কারণ। কত
আর বলবো? [আল ইমদাদ-৩৫, মাহে সফর, ১৩৩৬ হিজরী]

মোরা হেযবুত ,করিবো ধবংস বেদাত। এনশা'আল্লাহ।

No comments:

Post a Comment